ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘ছেলেদের ২০টা পুশ-আপ দিতে বললে মেয়েদের ১০টা দিতে বলা হয়’

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৯, ৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ছেলেদের ২০টা পুশ-আপ দিতে বললে মেয়েদের ১০টা দিতে বলা হয়’

বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে নারীদের ক্রীড়াঙ্গনে আসাটা একটু কঠিনই। অধিকাংশ মা-বাবাই চান তাদের মেয়েরা ঠিকমতো পড়াশুনা করুক। পড়াশুনা শেষে ভালো চাকরি করুক। ক্রীড়াক্ষেত্রে আসার জন্য মেয়েদের খুব বেশি উৎসাহিত করা হয় না সমাজ ও পরিবার থেকে। সমাজের একটা শ্রেণির মানুষের সমালোচনা, পরিবারের বিরোধিতা থাকেই। তারপরও সমাজের রক্তচক্ষু ও পরিবারের বিরোধিতার শেকল ছিড়ে ক্রীড়াঙ্গনে আসছে নারীরা। দেশকে প্রতিনিধিত্ব করছে বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে। এনে দিচ্ছে পদক, সাফল্য। বিশ্ব নারী দিবসে ক্রীড়াঙ্গনের এমন অদম্য নারীদের নিয়ে আমাদের আয়োজন।

আজ আমরা শুনবো ২০১৯ সাউথ এশিয়ান গেমসে কারাতের একক কুমিতে স্বর্ণজেতা মারজান আক্তার প্রিয়ার কথা। সব বাঁধা উপেক্ষা করে কারাতেতে আসাটা কতোটা চ্যালেঞ্জের ছিল। কতোটা কঠিন পথ তাকে পাড়ি দিতে হয়েছে। বিশ্ব নারী দিবসে তাদের চাওয়া সম্পর্কে জানবো।

প্রিয়া আন্তর্জাতিক মঞ্চে স্বর্ণ জিতেছেন। নিজের শক্তিমত্তা ও সমর্থের প্রমাণ দিয়েছেন। তারপরও তাদের দুর্বল ভাবা হয়। দেখা হয় ভিন্ন চোখে। যেমনটা প্রিয়া বলেছেন রাইজিংবিডিকে, ‘কারাতেতে নারী-পুরুষের একইরকম ইভেন্টে, একইরকম নিয়মকানুন মেনে খেলা হয়। সেখানে পুরুষরা যেমন পদক জিতে, তেমনি নারীরাও। তারপরও মেয়েদের শারীরিকভাবে দুর্বল ভাবা হয়। আমি সাউথ এশিয়ান গেমসে স্বর্ণ জিতেছি। তারপরও দেখা যায় ছেলেদের ২০টা পুশ-আপ দিতে বললে আমাদের বলা হয় ১০টা দিতে। ছেলেদের যদি বলা হয় ২০ মিনিট দৌড়াতে মেয়েদের বলা হয় ১৫ মিনিট দৌড়াতে। ছেলেদের ১০ রাউন্ড দিতে বললে, মেয়েদের বলে ৯ রাউন্ড দিতে।’

প্রিয়াও স্বীকার করেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের ক্রীড়াঙ্গনে আসাটা কঠিন, ‘যেকোনো সফলতার পথ কখনো সহজ হতে পারে না। টার্গেট যদি বড় থাকে তাহলে পথে কাঁটাটাও থাকবে। কাঁটা পার হয়ে আসলে সফলতাটা আসতে পারে। ক্রীড়াঙ্গনে আসাটা যেকারো জন্য কঠিন। খেলোয়াড়ী জীবনটাই আসলে কঠিন। আর সেটা যদি মেয়ে কিংবা নারী হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি একটা নারী খেলোয়াড় তৈরি হতে চায় তাহলে তাকে অনেক কঠিন পথ পাড়ি দিয়ে আসতে হয়। আমাদেরও কঠিন পথ পাড়ি দিতে হয়েছে।’

বিশ্ব নারী দিবসে তার চাওয়া কথা বলতে গিয়ে বলেছেন, ‘বাংলাদেশের অনেক অঞ্চলে এখনো অনেক মেয়ে খেলতে পারছে না। পড়াশুনা পর্যন্ত ঠিকমতো করতে পারছে না। আমি চাইব মেয়েরা খেলাধুলায় আসার সুযোগ পাক। ঠিকমতো পড়াশুনা করার সুযোগ পাক। প্রাপ্য সম্মানটুকু পাক। মেয়েদের সমতার দৃ্ষ্টিতে দেখা হোক।’

২০১৯ সালের ১ থেকে ১০ ডিসেম্বর নেপালে অনুষ্ঠিত ১৩তম সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী হিসেবে স্বর্ণ জিতেন প্রিয়া। গেমসের তৃতীয় দিনে কারাতের ব্যক্তিগত কুমি অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে পাকিস্তানের কৌসারা সানাকে ৪-৩ পয়েন্টের ব্যবধানে হারিয়ে সোনা জিতেন।

**

** ‘যে হাতে রিকশার হ্যান্ডেল ধরেছি, সেই হাতে প্রাইভেট কার চালাব’

** ‘নারীর প্রতি সহিসংতা বন্ধে কাজ করছে সরকার’

**

** ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়