ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রথম ওয়ানডে বৃষ্টির পেটে, পরের দুটি দর্শকশূন্য মাঠে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ১২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথম ওয়ানডে বৃষ্টির পেটে, পরের দুটি দর্শকশূন্য মাঠে

২০১৯ সালে যেখানে শেষ হয়েছিল আজ সেখান থেকেই শুরু হল ভারত-দক্ষিণ আফ্রিকার লড়াই। ২০১৯ সালে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটি ধর্মশালায় খেলেছিল দল দুটি।

আজ বৃহস্পতিবার সেখান থেকেই শুরু হল তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। কিন্তু বেরসিক বৃষ্টি সেখানে জল ঢেলে দিয়েছে। ‍বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। প্রথম ওয়ানডেটি হয়েছে পরিত্যক্ত।

বুধবার রাত থেকেই ধর্মশালায় বৃষ্টি হচ্ছিল। আজ বৃহস্পতিবারও সেই বৃষ্টি থামেনি। দুপুর ২টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু বৃষ্টির কারণে টসও করা যায়নি। লম্বা সময় অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

রোববার লক্ষ্নৌতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। আর ১৮ মার্চ ইডেন গার্ডেনে তৃতীয় ও শেষ ম্যাচে লড়বে দল দুটি। তবে দুটি ম্যাচই হবে দর্শকশূন্য মাঠে।

ভারতে ইতিমধ্যে ৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারত সব ধরনের ভিসা বাতিল করেছে। বিভিন্ন ক্রীড়া ইভেন্ট স্থগিত করছে। সিদ্ধান্ত নিচ্ছে দর্শকশূন্য মাঠে ম্যাচ আয়োজনের।



ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়