ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কারাগারে রোনালদিনহোর গোলবন্যা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ১৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কারাগারে রোনালদিনহোর গোলবন্যা

প্রবাদ আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনহোর ক্ষেত্রে বিষয়টি আজ ভীষণ প্রযোজ্য। জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে ঢুকতে গিয়ে ৯ মার্চ কারাদণ্ড পেয়েছেন তিনি। বর্তমানে আছেন প্যারাগুয়ের কারাগারে।

সেখানে অর্ধ-বার্ষিক ফুটবল ম্যাচে অংশ নেন তিনি। নিজে ৫ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ৬ গোল। তাতে তার দল জয় পেয়েছে ১১-২ গোলের ব্যবধানে। কারাগারে বসেও তিনি জিতেছেন শিরোপা! শুধু শিরোপা নয়, তাদের প্রধান পুরস্কার ছিল ১৬ কেজি ওজনের বারবিকিউ শুকর।

তার ওই ম্যাচের ছবি ও ভিডিও বেশ কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

২০১৮ সালে অবসরে যাওয়ার আগ পর্যন্ত রোনালদিনহো সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলে আলো ছড়িয়েছেন। ২০০২ সালে ব্রাজিলের হয়ে জিতেছিলেন বিশ্বকাপ। ২০০৫ সালে জিতেছিলেন কনফেডারেশন্স কাপ। ২০০৪ ও ২০০৫ সালে হয়েছিলেন ফিফার বর্ষসেরা ফুটবলার। ২০০৫ সালে জিতেছিলেন ব্যালন ডি’অর। ২০০৫-০৬ মৌসুমে বার্সেলোনার হয়ে জিতেছিলেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ২০০৪ ও ২০০৫ সালে কাতালানদের হয়ে জিতেছিলেন স্প্যানিশ লা লিগার শিরোপা। এমন আরো অনেক অর্জনই রয়েছে তার ক্যারিয়ারে।

অবশ্য গেল কয়েক বছর ধরে তার সময়টা ভালো যাচ্ছে না। একাধিক বিতর্কিত কাণ্ডে জড়িয়ে হচ্ছেন সমালোচিত।


ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়