ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘দ্রাবিড়, লক্ষ্মণ তাদের প্রাপ্য সম্মান পাননি’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ১৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দ্রাবিড়, লক্ষ্মণ তাদের প্রাপ্য সম্মান পাননি’

ভারতীয় ব্যাটিং লাইন আপে রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণ ছিলেন মূল স্তম্ভ। বিপদে দলের হাল ধরা, ব্যাকফুটে থাকা ম্যাচ বের করে আনা এই ব্যাটিং জুটি নাকি তাদের প্রাপ্য সম্মান পাননি। এমন তথ্য জানিয়েছেন সদ্য ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়াশিম জাফর।

ভারতীয় ঘরোয়া ক্রিকেটে ওয়াশিম জাফরকে ধরা হয় সবচেয়ে সফল ব্যাটসম্যান। রঞ্জি ট্রফি, দুলীপ ট্রফি, ইরানি কাপ ভারতের সব ঘরোয়া লিগে ছিল তার দাপট। করেছেন ভারতীয় ঘরোয়া ক্রিকেটে সর্বাধিক রান ও সেঞ্চুরি। তবে জাতীয় দলের জার্সিতে সফল হতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের বিপক্ষে দ্বিশতক, ইংল্যান্ডে সেঞ্চুরি তার নামের পাশে থাকলেও ধারাবাহিক হতে পারেননি জাতীয় দলে। তাই আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট খেলতে পারেন ৩১টি ও ওয়ানডে মাত্র ২টি।

তার সময়কার সেরা খেলোয়াড় ছিলেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ প্রমুখ। তবে বাকিদের তুলনায় কম লাইমলাইটে ছিলেন দ্রাবিড়-লক্ষ্মণরা। তারা প্রাপ্য সম্মানও পাননি বলে মনে করেন ওয়াশিম জাফর, ‘আমার সময় অনেক খেলোয়াড় তাদের প্রাপ্য সম্মান পায়নি। রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণও তাদের প্রাপ্য মর্যাদা পাননি। তারা দলের মূল টেস্ট খেলোয়াড় ছিল। দলের জন্য তারা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

তবে এখন সময় বদলেছে বলে জানিয়েছেন জাফর। তিনি বলেন, ‘এখন সময় বদলেছে। এখন টি-টোয়েন্টি ক্রিকেটকে বেশি মূল্য দেওয়া হয়। যারা মার্কেটিংয়ে আছে তারা ভাবে যে খেলোয়াড়কে বেশি টিভিতে দেখা যায়, তিনি বেশি গুরুত্বপূর্ণ।’

তাই বলে কেবল টি-টোয়েন্টি খেললে গুরুত্বপূর্ণ হওয়া যাবে এমন মনে করেন না সাবেক এ ক্রিকেটার। এখনকার সময় সব ফরম্যাটে খেলার যোগ্যতা থাকতে হয় বলে জানিয়েছেন জাফর। তবে যারা টি-টোয়েন্টি খেলে না তাদের অবহেলা করা ঠিক নয় জানিয়ে জাফর বলেন, ‘যারা টি-টোয়েন্টি খেলে না তাদের আপনি ইগনোর করতে পারেন না। এখনকার সময় আপনাকে প্রয়োজনে তিন ফরম্যাটই খেলতে হবে। শুধু এক ফরম্যাট খেলে আপনি সম্মান পাবেন না।’

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়