ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশকে ‘না’ বলে দিলেন বাঙ্গার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ১৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশকে ‘না’ বলে দিলেন বাঙ্গার

বাংলাদেশের টেস্ট ব্যাটিং পরামর্শক হিসেবে সঞ্জয় বাঙ্গারকে আনার পরিকল্পা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু আজ বুধবার (১৩ মার্চ) বাংলাদেশের দেওয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।

বাঙ্গার বলেছেন, ‘তারা আমাকে আট সপ্তাহ আগে প্রস্তাব দিয়েছিল। কিন্তু এই সময়ের মধ্যে আমি স্টারের সঙ্গে আমার চুক্তি চূড়ান্ত করে ফেলেছি। যেটা আমাকে আমার ব্যক্তিগত ও পেশাদার জীবনে ভারসাম্য আনার সুযোগ দিয়েছে। যাইহোক, আশা করছি ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করতে পারব।’

২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতের ব্যাটিং পরামর্শক ছিলেন বাঙ্গার। তার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছিলেন, ‘টেস্ট ব্যাটিং পরামর্শক হিসেবে আমরা সঞ্জয় বাঙ্গারের সঙ্গে কথা বলেছি। তবে এখনই কোনো কিছু চূড়ান্ত হয়নি। আমরা আরো কয়েকজনের সঙ্গে আলোচনা করছি।’

বর্তমানে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন দক্ষিণ আফ্রিকান নীল ম্যাকেঞ্জি। তবে তিনি তিন ফরম্যাটে কাজ করতে আগ্রহী নন। তাই টেস্ট ব্যাটিং পরামর্শক খুঁজছে বাংলাদেশ। তার বিষয়ে সুজন বলেছেন, ‘ম্যাকেঞ্জি বর্তমানে লাল বলের ক্রিকেটটা দেখছেন। পাশাপাশি টেস্টটাও দেখছেন। যদি আমরা টেস্ট ব্যাটিং পরামর্শক পাই তাহলে তিনি কেবল লাল বলের ক্রিকেটটা দেখবেন।’

৪৭ বছর বয়সী বাঙ্গার ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের হয়ে ১২টি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেছিলেন। বর্তমানে তিনি ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়