ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ১৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় ক্রিকেটাররা

করোনার প্রভাবে ক্রীড়াঙ্গন স্থবির। আন্তর্জাতিক সকল আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার আগামী ৩১ মার্চ পর্যন্ত সকল খেলা স্থগিত করেছে।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আপাতত ঢাকা লিগের এক রাউন্ডের খেলা বন্ধ করেছে। সরকারের সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা বিসিবির।

দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তের অপেক্ষায় ক্রিকেটাররা। খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে খেলতে আপত্তি নেই ক্রিকেটারদের। যদি খেলা বন্ধ রাখতে হয় তাহলে বিভিন্ন পরিকল্পনা তাদের।

অনেকেই ঢাকায় থাকার পক্ষপাতী নয়। আবার অনেকেই থাকতে চান ঢাকায়। মুস্তাফিজুর রহমানের ঢাকায় মন টিকছে না। খেলা না থাকলে বাড়িতে চলে যান এ ক্রিকেটার। এবারও খেলা বন্ধ হলে বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুস্তাফিজ।

বুধবার মিরপুরে হাজির হয়েছিলেন মুস্তাফিজ। জিম সেশনের পাশাপাশি নিজের বোলিং নিয়ে হালকা কাজ করেছেন। এরই ফাঁকে পরিচিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুস্তাফিজের জানতে চাওয়া, ‘কোনো সিদ্ধান্ত কি হলো? খবর জানলে তো তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। নইলে ঢাকাতেই থাকবো।’ 

মোহাম্মদ মিথুনকে দেখা গেল একাডেমিতে রানিং করতে। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় তারও জানতে চাওয়া, ‘খেলা না হলে ঢাকাতেই থেকে যাবো। এখানেই নিরাপদ। হালকা জিম করলে ফিটনেস ধরে রাখা যাবে সহজে।’

মেহেদী হাসান মিরাজের বিশ্বাস সরকার ও বিসিবি ক্রিকেটারদের সুরক্ষার কথা বিবেচনা করেই নেবেন সিদ্ধান্ত, ‘সবার আগে কিন্তু জীবন-মরণ। এর থেকে তো বড় কিছুই হতে পারে না। নিরাপত্তা আগে, তারপর সবকিছু। যদি বাঁচতে পারি অবশ্যই আমরা ক্রিকেট খেলতে পারব। ক্রিকেট বোর্ড আছে, বাংলাদেশ সরকার আছে তারা যে সিদ্ধান্ত নেবেন অবশ্যই সবার ভালোর জন্যই নেবেন। সবার নিরাপত্তার কথা চিন্তা করেই তারা সিদ্ধান্ত দেবেন।’

ঢাকা লিগের আয়োজক সিসিডিএমের সমন্বয়ক আমিন খান রাইজিংবিডিকে বলেছেন, ‘আমাদের খেলোয়াড়দের প্রায়োরিটি সবার আগে। যদি লিগ বন্ধ করতে হয় আমরা সেটাও করবো। আমরা আজ-কালকের মধ্যেই আমাদের সিদ্ধান্ত দেব।’

 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়