ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সুসংবাদ দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ১৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুসংবাদ দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড

করোনার প্রভাবে থমকে গেছে পুরো পৃথিবী। প্রতিদিনই শোনা যাচ্ছে দুঃসংবাদ। চীন, ইতালিতে বাড়ছে মৃত্যুহার। এশিয়ার অনেক দেশেই বেড়েছে করোনা আক্রান্তরোগী।

পাকিস্তানও ব্যতিক্রম নয়। তবে চলমান পরিস্থিতিতেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দিল সুসংবাদ। পিসিবি ১২৮ জনের করোনাভাইরাসের পরীক্ষা করেছিল। বৃহস্পতিবার তাদের রিপোর্ট হাতে পেয়েছে পিসিবি। দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, প্রত্যেকের রিপোর্ট এসেছে নেগেটিভ।

পাকিস্তান সুপার লিগ স্থগিত করার পর ১২৮ জনের করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছিল। বিশেষ করে ইংল্যন্ডের ক্রিকেটার অ্যালেক্স হেলসকে নিয়ে বেশ চিন্তিত ছিল পিসিবি। কিন্তু তার রিপোর্টেও খারাপ কিছু ধরা পরেনি। ১২৮ জনের মধ্যে ছিলেন খেলোয়াড়, আম্পায়ার, ধারাভাষ্যকার, পিসিবির কর্মকর্তা ও প্রোডাক্টশন স্টাফ।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেছেন, ‘পাকিস্তান সুপার লিগে অংশগ্রহণ করা সকল ক্রিকেটার এবং টুর্নামেন্ট সংশ্লিষ্ট প্রত্যেকের করোনাভাইরাসের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। যে ফল এসেছে তাতে পিসিবি সন্তুষ্ট এবং পিসিবি আনন্দিত ক্রিকেটাররা সুস্থ মতো এবং কোনো উদ্বিগ্ন ছাড়া তাদের পরিবারের কাছে পৌঁছতে পেরেছে।’

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়