ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনার মধ্যেও বেলগ্রেডের রাস্তায় রিয়াল তারকা, ক্ষুব্ধ সরকার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৩, ২০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনার মধ্যেও বেলগ্রেডের রাস্তায় রিয়াল তারকা, ক্ষুব্ধ সরকার

করোনাভাইরাস ছড়িয়েছে এমন দেশ থেকে কাউকে ফিরতে বারণ করেছিল সার্বিয়ার সরকার। সেটা তো অমান্য করেছেনই, দেশে ফিরে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনাও অগ্রাহ্য করেছেন লুকা ইয়োভিচ। বেলগ্রেডের রাস্তায় পার্টি করতে দেখা গেছে রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ডকে। তার এই আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী আনা বর্নাবিচ।

করোনার কারণে লা লিগা বন্ধ থাকায় দেশে ফেরেন সার্ব স্ট্রাইকার। ব্যাপক হারে সংক্রমিত স্পেন থেকে আসায় বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল ইয়োভিচের। কিন্তু বান্ধবী সোফিয়া মিলোসেভিচের জন্মদিন উদযাপন করতে তাকে বেলগ্রেডের রাস্তায় দেখা গেছে। এ খবরে বেশ চটেছেন বর্নাবিচ, ‘দুর্ভাগ্যবশত, আমাদের ফুটবল তারকাদের কাছ থেকেই বাজে দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। তারা লাখ লাখ টাকা উপাজর্ন করে, কিন্তু দেশে ফেরার পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা অমান্য করে।’

দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ তো আরও কঠিন কথা বললেন, ‘সে যদি তার বাসা থেকে বের হয়, তাকে গ্রেফতার করা হবে। আমি মনে করি সে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত। একটা কথা আমি তাকে স্পষ্ট করে বলতে চাই, তোমাদের মিলিয়ন মিলিয়ন অর্থের চেয়ে আমাদের কাছে এই দেশের মানুষের জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

অনুশোচনা হচ্ছে ২২ বছর বয়সী ফরোয়ার্ডের, ‘আমি যদি কারো ক্ষতি করে থাকি কিংবা কাউকে বিপদে ফেলি তাহলে সত্যিই দুঃখিত।’ অবশ্য সরকারকে খোঁচানোর সুযোগ ছাড়েননি ইয়োভিচ, ‘মাদ্রিদের আমার কভিন-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছিল, ক্লাবের অনুমতি নিয়েই দেশে ফিরি। এখানেও পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আমার দুঃখ হচ্ছে, কিছু লোক পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে না। আইসোলেশনে থাকার জন্য কী নির্দেশনা সেটা আমাকে কেউ ভালোভাবে বলেনি। স্পেনে সুপারমার্কেট কিংবা ফার্মেসিতে আপনি যেতে পারবেন, কিন্তু এখানে না। আমি আশা করি একসঙ্গে সবাই এই বিপদ কাটিয়ে উঠবো।’


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়