ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনাভাইরাস: বিসিবি অফিসে ‘তালা’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ২১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাস: বিসিবি অফিসে ‘তালা’

করোনাভাইরাসের প্রভাবে এবার তালা ঝুললো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসে।

অনির্দিষ্টকালের জন্য দেশের সকল ক্রিকেট কার্যক্রম বন্ধ করেছে বিসিবি। দুদিন আগে ঘোষণা দিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ ধরনের সিদ্ধান্তের আভাস দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, পরিস্থিতি বিবেচনায় বন্ধ করা হবে বিসিবির কার্যক্রম।

এবার বিসিবি অফিস বন্ধের ঘোষণা এলো। শনিবার দুপুরে বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানান, বিসিবি অফিস পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। বাসায় বসে অফিসের কাজ করবেন বিসিবি কর্মকর্তা ও কর্মচারীরা। তবে যেসব কাজ অফিস পরিবেশ ছাড়া করা সম্ভব নয়, সেসবের ক্ষেত্রে আলাদা সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে দেশে দুজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও চারজন। সব মিলিয়ে বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।

 

ঢাকা/ইয়াসিন/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়