ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ২১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে মে মাসে দেশটিতে সফর করার কথা ছিলো বাংলাদেশ ক্রিকেট দলের। তবে বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় এই সফরটি স্থগিত করা হয়েছে।

আজ শনিবার (২১ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আয়ারল্যান্ড ক্রিকেট ঐক্যমতের ভিত্তিতে সিরিজটি স্থগিত করে। আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিলো। এরপরে ইংল্যান্ডের মাটিতে আইরিশদের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলতে নামার কথা টাইগারদের। 

এ বিষয়ে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম বলেছেন, ‘খেলোয়াড়, কোচ, সমর্থক ও বৃহত্তর কমিউনিটির সুরক্ষার ক্ষেত্রে আমাদেরও একটি দায়িত্ব রয়েছে। আর এক্ষেত্রে আমরা ‘নিরাপত্তাই প্রথম’ এই পদক্ষেপ গ্রহণ করতে মোটেও দ্বিধাবোধ করবো না। যেহেতু করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে তাই দুই দেশের সরকার, সহযোগী ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেই আমরা সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকবো। সংশ্লিষ্ট সবার সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখবো। জনস্বাস্থ্য সংস্থা ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে আমরা শিগগিরই সর্বশেষ তথ্য জানাবো।’

বাংলাদেশকে ধন্যবাদ দিয়ে তিনি বলেছেন, ‘এই সিদ্ধান্তের সঙ্গে একমত হওয়ার জন্য এবং সহযোগিতার জন্য আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে চাই। নতুন তারিখ নির্ধারণে আমরা তাদের সঙ্গে কাজ করবো।’

 

ঢাকা/আমিনুল/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়