ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘দ্য হানড্রেড’ নিয়ে ভিন্নসুর ইসিবির কণ্ঠে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ২৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দ্য হানড্রেড’ নিয়ে ভিন্নসুর ইসিবির কণ্ঠে

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) কিছুদিন আগে ঘোষণা দিয়েছে ক্রিকেট আবার মাঠে ফিরলে কাউন্টির ম্যাচ কমলেও ‘দ্য হানড্রেড’ এ বছর মাঠে গড়াবেই।

তবে নিজেদের সে অবস্থান থেকে সরে এসেছে ইসিবি।

ইংল্যান্ডে করোনাভাইরাস মারাত্মকভাবে ঝেঁকে বসেছে। দেশটিতে প্রায় সাড়ে ছয় হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৩৫ জন। অপরদিকে সুস্থ হয়েছেন মাত্র ১৩৫ জন। ফলে দেশটিতে এখনো করোনা বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

ইসিবি ইতিমধ্যে ২৮ মে পর্যন্ত পেশাদার ক্রিকেট বন্ধ করার ঘোষণা দিয়েছে। তবে ক্রিকেট বন্ধ থাকতে পারে এরচেয়ে দীর্ঘ সময়। যদি কোনো কারণে তিন মাস ক্রিকেট বন্ধ থাকে তবে এ বছর মাঠে গড়াবে না ‘দ্য হানড্রেড’। এমনটাই জানিয়েছেন ইসিবির কর্মকর্তা ও ডারহাম ক্রিকেট ক্লাবের প্রধান পরিচালক টিম বোস্টক।

‘দ্য হানড্রেড ক্রিকেট’ প্রবর্তনকারী টম হ্যারিসনের ইচ্ছা চলতি বছর না হলেও যেনো সামনের বছর অবশ্যই মাঠে গড়ায় ক্রিকেটের নতুন এই ফরম্যাট। সেটি জানিয়ে বোস্টক বলেন, ‘আমরা সকলে ক্রিকেট এবং সমসাময়িক পরিস্থিতি নিয়ে একই ভাবনা ভাবছি। ক্রিকেট ফিরলে প্রথমে আমরা আন্তর্জাতিক সূচিকে গুরুত্ব দিবো। এরপরে টি-টোয়েন্টি ব্লাস্ট ও হানড্রেড ক্রিকেটকে গুরুত্ব দিবো। তবে তিন মাস যদি ক্রিকেট বন্ধ থাকে তবে সেক্ষেত্রে হানড্রেড ক্রিকেট এ বছর মাঠে গড়াবে না। তবে হানড্রেড ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবে সামনের বছর অবশ্যই হবে।’

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়