ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বন্ধ হলো বিশ্বকাপ বাছাইপর্ব

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বন্ধ হলো বিশ্বকাপ বাছাইপর্ব

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে থমকে গেছে জনজীবন। লকডাউন হয়ে গেছে বিভিন্ন দেশ। সারা বিশ্বে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখের মতো মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২১ হাজারেরও বেশি।

একপ্রকার লকডাউন হয়ে আছে ক্রীড়া বিশ্বও। এবার করোনার প্রভাব পড়লো ক্রিকেট বিশ্বকাপেও। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আজ ২৬ মার্চ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেখানে জানানো হয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে যেসব বাছাইপর্বের ম্যাচ ছিলো সবকটি স্থগিত ঘোষণা করা হয়েছে। বাছাইপর্বের ম্যাচগুলোর সময়সূচি নতুন করে পরে জানিয়ে দেওয়া হবে।

শুধু বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ নয়, আইসিসি পিছিয়ে দিয়েছে আরো ৮টি টুর্নামেন্ট। পিছিয়ে যাওয়া টুর্নামেন্টের মধ্যে আছে ২০২০ ও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব। এছাড়াও ৩-১৯ জুলাই শ্রীলঙ্কাতে শুরু হতে যাওয়া নারী বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ পেছানো হবে কিনা সেটি নিয়েও ভাবছে আইসিসি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ট্যুরও বাতিল করেছে আইসিসি।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়