ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অনির্দিষ্টকালের জন্য বাফুফের নির্বাচন স্থগিত হবে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনির্দিষ্টকালের জন্য বাফুফের নির্বাচন স্থগিত হবে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচন নিয়ে কম জলঘোলা হয়নি। কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী পদে কে দাঁড়াবে না দাঁড়াবে নাটক শেষে ২০ এপ্রিল হওয়ার কথা ছিলো বাফুফের নির্বাচন।

তবে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে নির্বাচন স্থগিত হয়ে গেছে।

করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে আছে পুরো দেশ। এরমাঝে আজ শুক্রবার সংস্থাটির কর্মকর্তারা বৈঠকে বসেন। সেখানে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস রিলিজ দিয়ে নির্বাচন স্থগিতের কথা গণমাধ্যমকে জানায় বাফুফে।

‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ মহামারী ঘোষণা করায় এবং করোনাভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশ সরকার উদ্ভূত পরিস্থিতিতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারা দেশ লকডাউন ঘোষণা করায়, বাংলাদেশে জনসমাবেশ নিষিদ্ধ। এ কারণে বাফুফের নির্বাহী কমিটি ২০ এপ্রিলের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সময়ে সময়ে আপনাদের তথ্য জানিয়ে দিবো।’

উল্লেখ্য, ২০ এপ্রিলের নির্বাচন উপলক্ষে আগামী ৩ এপ্রিল তফসিল ঘোষণা করার কথা ছিল নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়