ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাকিস্তানের ক্রিকেটারদের জন্য সুখবর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২০, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানের ক্রিকেটারদের জন্য সুখবর

নিজেদের পুরোনো সিদ্ধান্ত থেকে সরে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ।

মৌসুমে দুটি ফ্রাঞ্চাইজি লিগে খেলার অনাপত্তি দিয়ে আসছিল পিসিবি। আগামী মৌসুম থেকে তিনটি ফ্রাঞ্চাইজি লিগ খেলার অনপত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। পাকিস্তান সুপার লিগ সহ পাকিস্তানের ক্রিকেটাররা মৌসুমে চারটি ফ্রাঞ্চাইজি লিগে খেলার অনুপতি পাবেন।

২০১৮ সালের মে মাসে পিসিবি সিদ্ধান্ত নিয়েছিল, কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের যেকোনো দুটি ফ্রাঞ্চাইজি লিগে পাঠাবে। কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের বাড়তি একটি লিগ খেলার অনুমতি ছিল। সেখানেও ছিল একটি শর্ত। তিনটি ফ্রাঞ্চাইজি লিগ খেলতে হলে অবশ্যই ঘরোয়া ক্রিকেটে তিনটি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে। তাহলেই মিলবে এনওসি।  

নতুন সিদ্ধান্ত নিয়ে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেছেন, ‘আমি মনে করি এটি একটি নমনীয়, সুষম এবং বিস্তৃত এনওসি নীতি এবং বিশ্বাস করি এতে ক্রিকেটারদের মনোভাবের ব্যাপক পরিবর্তন আসবে।’    

‘আমরা খেলোয়াড়দের গুরুত্ব এবং তাদের কর্মভার নিয়ে চিন্তিত। আন্তর্জাতিক এবং ঘরোয়া প্রতিশ্রুতি মিটিয়ে তাঁরা যদি সেই সময়ে বাড়তি আয় এবং নিজেদের জন্য ভিন্ন কিছু করার চেষ্টা করে আমরা অবশ্যই তাদেরকে সমর্থণ করবো।’ – যোগ করেন ওয়াসিম খান।    


ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়