ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনার ত্রাণে বিসিসিআইয়ের ৫১ কোটি রূপি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪০, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনার ত্রাণে বিসিসিআইয়ের ৫১ কোটি রূপি

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) করোনা মোকাবিলায় সরকারকে ৫১ কোটি রূপি অনুদানের সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিসিআই। এর আগে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের ব্যক্তিগত উদ্যোগে সরকারের তহবিলে অনুদান করে আসছিলেন। শচীন টেন্ডুলকার, মাহেন্দ্র সিং ধোনী, রোহিত শর্মা, সুরেশ রায়নারা নিজেদের উদ্যোগে সরকারের তহবিলে অনুদান দিয়েছেন। 

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১৯। সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। এর জেরে বন্ধ হয়ে গিয়েছে সব খেলা।

ভারতের আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ২৫ মিলিয়ন শ্রীলঙ্কান রূপি সরকারের কোষাগারে জমা করেছে।

জাতীয় দুর্যোগে বরাবরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাধারণ মানুষের পাশে থেকেছে। এবারও সর্বোচ্চ সহযোগীতার আশ্বাস দিয়েছে বোর্ড। এছাড়া বাংলাদেশের ২৭ ক্রিকেটার নিজেদের এপ্রিলের বেতনের অর্ধেক টাকা করোনা মোকাবিলায় সহযোগীতার জন্য জমা করেছে। সব মিলিয়ে তাদের কোষাগারে জমা হয়েছে ২৬ লাখ টাকা।

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়