ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

খেলা দেখার স্বাধীনতা যদি আবার ফিরে পেতাম...

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৫, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খেলা দেখার স্বাধীনতা যদি আবার ফিরে পেতাম...

দীর্ঘদিন হলো মাঠে খেলা নেই। নেই ব্যাট-বলের ঠুকঠাক শব্দ। মিরপুর শেরে বাংলা একদম নিস্তব্ধ। করোনার ধাক্কায় স্থবির ক্রীড়াঙ্গান। শুধু ক্রিকেট কেন ফুটবল, হকি সব বন্ধ।

খেলোয়াড়রা নিজেদের প্রস্তুত করছে ঘরে বসে। ফিটনেসে মনোযোগী তাঁরা। করোনা থেকে মুক্তি মিললেই ঝাঁপিয়ে পড়বেন ময়দানী যুদ্ধে। কিন্তু যাদের জন্য তাঁরা খেলবেন, যাদের জন্য তাঁরা পারফর্ম করবেন; তাঁরা কি প্রস্তুতি থাকবে?

দর্শকদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানালেন মাশরাফি বিন মর্তুজা। এজন্য মহামারী করোনার সময়ে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন নড়াইল এক্সপ্রেসের। নিজের অফিসিয়াল ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘খেলা দেখার স্বাধীনতা যদি আবার ফিরে পেতাম, এখন তাহলে সব থেকে ভালো কিন্তু ঘরে থাকাটাই।’

করোনার সংক্রমণ থেকে বাঁচার সমাধান একটাই, ‘স্টে হোম, স্টে সেইফ।’ মাশরাফি আবারও একই বার্তা দিয়েছেন সবাইকে।

ক্রিকেটার, ফুটবলাররা খেটে খাওয়া মানুষে সাহায্যে এগিয়ে এসেছেন। জাতীয় দলের ২৭ ক্রিকেটার নিজেদের এপ্রিলের বেতনের অর্ধেক টাকা অনুদান করেছেন। ব্যক্তিগতভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন প্রায় প্রত্যেকেই। কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকেই চেষ্টা করছেন করোনা যুদ্ধে বিজয়ী হতে।

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়