ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আপনি জানেন কি?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৯, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আপনি জানেন কি?

ক্রিকেটের খুঁটিনাটি অনেক রেকর্ড আমাদের অজানা। তেমন-ই এক রেকর্ডের তথ্য দেব এবার।

আপনি জানেন কি, টেস্ট ক্রিকেটে মাত্র তিনজন বোলার টানা পাঁচ বলে পেয়েছেন চার উইকেট। এতে হ্যাটট্রিক আছে মাত্র একটি।

ইংলিশ ক্রিকেটার মাওরিচ আলম নিজের অভিষেকে পাঁচ বলে পেয়েছিলেন চার উইকেট। প্রথম উইকেটের পরের বলটি ছিল ডট। পরের তিন বলে তিন উইকেট নেন ইংলিশ পেসার। ১৯৩০ সালে প্রথম এ ঘটনা ঘটে।

১৯৭৮ সালে আরেক ইংলিশ ক্রিকেটার ক্রিস ওল্ড এমন কীর্তি গড়েন। শুরুতে দুই বলে দুই উইকেট নেন তিনি। মাঝের একটি বল ডট হয়েছিল। পরের বল নো। এরপর আবার দুই বলে দুই উইকেট।

১৯৯১ সালে পাকিস্তানের ওয়াসিম আকরামও এমন কিছু দেখিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাহারে পাঁচ বলে চার উইকেট নেন। শুরুর দুই বলে দুই উইকেটের পর মাঝে একটি বল ডট। পরের দুই বলে আবার দুই উইকেট।



ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়