ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আফ্রিকার মানুষদের গিনিপিগ বানাবেন না: দ্রগবা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফ্রিকার মানুষদের গিনিপিগ বানাবেন না: দ্রগবা

করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে রুপ নিয়েছে। পৃথিবীজুড়ে প্রায় ১৩ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ৭০ হাজারেরও বেশি মানুষ। জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা।

এমন অবস্থায় করোনার ভ্যাক্সিন আবিষ্কারের জন্য উঠেপড়ে লেগেছে শক্তিশালী সব দেশ। কিন্তু ভ্যাক্সিন আবিষ্কার করলে পরীক্ষা করবে কোথায়?

ফ্রান্সের এক চিকিৎসক বলেন, পরীক্ষা করা যেতে পারে আফ্রিকায়। এমন মন্তব্যে ক্ষেপেছেন আফ্রিকা মহাদেশের কিংবদন্তি ফুটবলার স্যামুয়েল ইতো ও দিদিয়ের দ্রগবা। এটাকে বর্ণবৈষম্যের সঙ্গে তুলনা করে এর তীব্র প্রতিবাদও করেছেন তারা।

ফ্রান্সের টেলিভিশন লা চেইন ইনফো নেটওয়ার্কের এক ইন্টারভিউয়ে মুখোমুখি হন প্রফেসর জিন পল ও চিকিৎসক ক্যামিল লট। সেখানে মাস্ক ও চিকিৎসা সামগ্রীর অপ্রতুলতার কারণে করোনার ভ্যাক্সিন এখন সময়ের দাবি বলে জানান তারা।

তবে ভ্যাক্সিন আবিষ্কার হলে এটি আফ্রিকায় পরীক্ষা করা যেতে পারে কিনা এমন প্রশ্ন তোলেন প্রফেসর পল। আর এর উত্তরে চিকিৎসক লট বলেন, ‘হ্যাঁ, আমরা ঠিক একইভাবে ভাবছি। ভ্যাক্সিন ও সম্ভাব্য ওষুধ পরীক্ষা-নিরীক্ষা করা যেতে পারে আফ্রিকায়।’

এমন মন্তব্য ভাইরাল হলে প্রতিবাদ আসতে থাকে বিভিন্ন মহল থেকে। দুই ফরাসি চিকিৎসকের এমন প্রস্তাবনার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ জানান চেলসির হয়ে লিগ শিরোপা ও চ্যাম্পিয়নস লিগ জেতা দ্রগবা। আইভরিকোস্টের কিংবদন্তি এ ফুটবলার টুইটারে লিখেছেন, ‘আফ্রিকা কোনো পরীক্ষাগার নয়। আমি এসব মিথ্যা দাবির বিপক্ষে কঠোর নিন্দা জানাচ্ছি এবং তাদের এসব দাবিগুলো আদৌতে বর্ণবাদী আচরণ।’

এরপরে আফ্রিকার মানুষদের করোনাভাইরাসের হাত থেকে রক্ষা দিতে দ্রগবা আরও যোগ করেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে আফ্রিকাকে সাহায্য করুন। আফ্রিকার মানুষদের গিনিপিগ বানাবেন না। এটা খুবই ন্যাক্কারজনক।’

এদিকে ক্যামেরুন ও বার্সেলোনার সাবেক তারকা ইতো ওই ভিডিও শেয়ার করে টুইটে লিখেছেন, ‘আফ্রিকা তোমাদের খেলার মাঠ নয়।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়