ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘তরুণদের অনুসরণের জন্য নেইমার ভালো উদাহরণ নয়’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘তরুণদের অনুসরণের জন্য নেইমার ভালো উদাহরণ নয়’

বর্তমান সময়ের সেরা ফুটবলারের তালিকা করলে নেইমারের নাম উপরের দিকেই থাকবে। মাঠে বল নিয়ে তাঁর জাদু বা পরিসংখ্যানও একই কথা বলবে।

নেইমার যে সেরা ফুটবলার এ নিয়ে কোনো সন্দেহ নেই স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরোজয়ী কোচ ভিসেস্তে দেল বস্কেরও। তবে উঠতি তরুণ ফুটবলারদের জন্য নেইমার অনুসরণীয় নয় বলে মনে করেন দেল বস্ক। মাঠে নেইমারের অতি অভিনয় পছন্দ নয় তাঁর।

মূলত গত ফুটবল বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সের চেয়েও ফাউলের কারণে বেশি আলোচনায় ছিলেন নেইমার। রাশিয়ায় কারো সঙ্গে ধাক্কা লাগলেই নিজ দায়িত্বে মাটিতে পড়ে যেতেন তিনি। শুধু তাই নয়, রেফারির সুবিধা নেওয়ার জন্য একটু বেশিই অভিনয় করে ফেলতেন। এ নিয়ে ব্রাজিলের সাবেকরাও বিরক্ত হয়ে পড়েন নেইমারের ওপর।

সম্প্রতি স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাতকারে নেইমার প্রসঙ্গে জানতে চাওয়া হয় দেল বস্কের কাছে। জবাবে তিনি বলেন, ‘নেইমার অনুসরণের জন্য ভালো উদাহরণ নয়। রেকর্ড বিবেচনায় আমি বিশ্বাস করি সে চমৎকার একজন ফুটবলার। আমার করা শীর্ষ পাঁচ ফুটবলারের তালিকায় সে থাকবে। তবে মাঠে সে প্রতারণা এবং অভিনয় বেশি করে।’

দেল বস্কের অধীনে ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ ইউরো জেতে স্পেন। শুধু জাতীয় দল নয় রিয়াল মাদ্রিদের হয়েও দারুণ সফল এই কোচ। তার অধীনে দুটি করে লা লিগা, চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি ঘরে তোলে লস-ব্লাঙ্কোসরা। ২০১৬ সালে কোচিং পেশা থেকে অবসর নেন এই কিংবদন্তি কোচ।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়