ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আইপিএলের আশায় কোহলিকে স্লেজিং করতে ভয় পায় অস্ট্রেলিয়া!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৪, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইপিএলের আশায় কোহলিকে স্লেজিং করতে ভয় পায় অস্ট্রেলিয়া!

স্বদেশী খেলোয়াড়দের মাঠের আচরণে বিরক্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক।

তাঁর মতে, মাঠের ক্রিকেটে শারীরিক ভাষায় আগের জৌলুস পাওয়া যায় না অস্ট্রেলিয়ানদের। বিশেষ করে ভারতের বিপক্ষে যখন মাঠে নামে তখন অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা ‘চুপসে’ যান! ক্লার্ক সরাসরি অভিযোগ করেছেন, ‘বিরাট কোহলিকে স্লেজিং করতে ভয় পায় অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা।’

বিগ স্পোর্টস ব্রেকফাস্ট নামের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ক্লার্ক বলেন,‘আমরা প্রত্যেকেই জানি ভারত কতোটা আর্থিক দিক থেকে শক্তিশালী। তাদের আন্তর্জাতিক ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেট, যেমন আইপিএল খুব শক্তিশালী। আমি অনুভব করি অস্ট্রেলিয়া ক্রিকেট…সম্ভবত প্রত্যেক দলের ভারতের সঙ্গে তাল মিলিয়ে চলার প্রবণতা রয়েছে। তারা কোহলিকে স্লেজিং করতে ভয় পায় কারণ তাদের আইপিএলে খেলতে হবে।’ 

অবসরে যাওয়া ক্লাব আইপিএলে খেলেছেন পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে। আইপিএলের এবারের নিলামে কলকাতা ১৫.৫ কোটি রূপিতে দলে নেয় প্যাট কামিন্সকে। আইপিএলের ইতিহাসে সবথেকে দামী বিদেশী ক্রিকেটার এখন কামিন্স। গ্লেন ম্যাক্সওয়েলকে পাঞ্জাব নেয় ১০.৭৫ কোটি রূপিতে। এছাড়া নাথান কল্টার-নাইলের দাম উঠেছে ৮ কোটি রূপি। দল পেয়েছেন মার্কাস স্টইনিস, অ্যারণ ফিঞ্চ, কেন রিচার্ডসন, অ্যালেক্স ক্যারি, জস হ্যাজেলউড, অ্যান্ড্রু টাই ও জস ফিলিপ।

অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের দিকে আঙুল তুলে ক্লার্ক বলেছেন, ‘আমাকে দশজন খেলোয়াড়ের নাম বলুন যারা অস্ট্রেলিয়ার এ খেলোয়াড়দের নিজের আইপিএলে দলে টেনেছে! অস্ট্রেলিয়ার এ খেলোয়াড়দের ভাবনা এরকম,‘‘আমি কোহলিকে স্লেজ করতে পারব না। ও আমাকে ১ লাখ ইউএস ডলারে বেঙ্গালুরুতে নেবে। আমি ছয় সপ্তাহেই এ অর্থ আয় করতে পারব।‘’ আমি মনে করি আমাদের অস্ট্রেলিয়া দল এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। আগের মতো রুঢ় নেই।’ 

প্রসঙ্গত ২০১৮ সালে বর্ডার-গাভাস্কার ট্রফি ২-১ ব্যবধানে জিতেছিল বিরাট কোহলির দল। এরপর বিভিন্ন সময়ে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের সমালোচনা করে আসছিলেন প্রাক্তনরা। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন ভারতের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি পাওয়া ক্লার্ক।

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়