ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

উমরকে নিয়ে এ কী তথ্য দিলেন সাবেক পিসিবি সভাপতি!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ১ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উমরকে নিয়ে এ কী তথ্য দিলেন সাবেক পিসিবি সভাপতি!

সম্প্রতি জুয়াড়ির প্রস্তাব গোপন করে সব ধরনের ক্রিকেট থেকে তিন বছরের নিষেধাজ্ঞা পান পাকিস্তানি ক্রিকেটার উমর আকমল। অপরাধ বিবেচনায় শাস্তি বেশি বলে দাবি আকমল ভাই কামরানের। তবে পিসিবি’র প্রধান কৌসুলি তাফাজ্জুল রিজভী জানিয়েছিলেন, বিচারের সময় উমর বারবার কথা ঘুরিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। তাই অন্য সবার তুলনায় সাজা বেশি দেওয়া হয়েছে তাকে।

কথা বার্তায় উমর আকমলের এমন অশৃঙ্খলার কথা অনেকের জানা। তবে এবার উমরকে নিয়ে চমকপ্রদ এক তথ্য জানালেন পিসিবির সাবেক সভাপতি নাজাম শেঠি। তিনি জানালেন, মৃগী রোগ ছিল আকমলের। আর তাই মানসিকভাবে অস্থিরতার মধ্যে থাকেন উমর। তিনি আরও জানান, উমরকে বিশ্রাম দিয়ে সুস্থ করে তোলার পরিকল্পনাও করেছিলেন। তবে চিকিৎসা করাতে চাননি এই ব্যাটসম্যান।

উমর আকমলের পিক টাইমে ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত পিসিবির সভাপতি ও নির্বাহী কমিটির প্রধান ছিলেন শেঠি। আর দায়িত্ব নেওয়ার পর থেকে উমরের এমন সমস্যার কথা জানতে পারেন তিনি।

দেশটির এক টিভি চ্যানেলকে নাজাম শেঠী বলেন, ‘আমরা মেডিকেল রিপোর্ট থেকে নিশ্চিত হয়েছিলাম যে তার মৃগী রোগ আছে। জানার পর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে আমরা তাকে ফিরিয়েও আনি। তখন আমি তাকে বলেছিলাম, এটি গুরুতর সমস্যা, খেলা থেকে বিরতি নিয়ে তোমার উপযুক্ত চিকিৎসা নেওয়া দরকার। কিন্তু সে এটা মানতে রাজি ছিল না।’

তবুও নাজাম শেঠী উমরকে দুই মাস খেলা থেকে বাইরে রাখেন। যদিও পরে নির্বাচকদের হাতে রিপোর্ট দিয়ে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। এ নিয়ে তিনি আরও যোগ করেন, ‘আমি তাকে দুই মাস খেলার বাইরে রাখতে পেরেছিলাম। এরপর মেডিকেল রিপোর্ট নির্বাচকদের কাছে পাঠিয়ে সিদ্ধান্ত তাদের ওপরই ছেড়ে দিয়েছিলাম, কারণ তাদের কাজে হস্তক্ষেপ করতে চাইনি।’

নাজাম শেঠী মনে করেন পাকিস্তান ক্রিকেটে আর ফেরা হবে না উমর আকমলের। তাঁর অশৃঙ্খল চলাফেরা, ক্রিকেট মাঠে স্বার্থপরতার কারণে প্রতিভা থাকা সত্ত্বেও ঝরে পড়তে হবে তাকে। নাজাম শেঠী আরও যোগ করেন, ‘তাঁর ক্ষেত্রে এটাই হওয়ার কথা ছিল। তাঁর ক্যারিয়ারের শেষ দেখতে পাচ্ছি আমি। তবে সে অবশ্যই প্রতিভাবান ক্রিকেটার। কিন্তু দলের শৃঙ্খলা মানতে চাইত না। সে কেবল নিজেকে নিয়েই ভাবে, নিজের জন্য খেলে, দলের জন্য নয়।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়