ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আকবররা ওয়ানডে বিশ্বকাপ জিততে পারে বিশ্বাস সাকিবের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ১১ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আকবররা ওয়ানডে বিশ্বকাপ জিততে পারে বিশ্বাস সাকিবের

‘সাকিব আল হাসান হচ্ছেন আমাদের ছোট ঘরের বড় জানালা’- ডয়েচে ভেলে দেশসেরা অলরাউন্ডার সাকিবের সাক্ষাতকার নেওয়ার সময় এভাবেই তাকে প্রশংসায় ভাসান সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। এই দুইজনের আলাপকালে বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যত সফলতা নিয়ে কথা বলেন দুইজন।

২০১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার মাঝেও ৬০৬ রান ও ১১ উইকেট নেওয়ার মতো অতিমানবীয় কীর্তি গড়েছেন সাকিব। দলে তাঁর বিশালত্ব ঠিক এতটাই। তবুও দলগতভাবে বিশ্বকাপের সাফল্য পায়নি টাইগাররা। তবে সাকিব বিশ্বাস করেন তাঁরা শেষ পর্যন্ত ব্যর্থ হলেও বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে আসবেন তাঁর অনুজ আকবর আলীরা। কারণ তাদের আছে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারানোর সুখস্মৃতি।

সাকিবের কাছে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যখন থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছি, তারপর থেকে এই প্রতিযোগিতা নিয়ে আমি মনে করতাম, আমরা যখন অনূর্ধ্ব-১৯ এ চ্যাম্পিয়ন হবো তারপর থেকে আমরা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চিন্তা করতে পারবো।’

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে সাকিব আরও যোগ করেন, ‘যেসব খেলোয়াড়রা অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন হয়, ওরাই কিন্তু পরে দেশকে প্রতিনিধিত্ব করতে আসে। তাঁরাই আসলে দেশের জন্য অনেক ভালো পারফর্ম করতে পারে। তাঁরাই বিশ্বকাপ আনার মতো পারফর্ম করার মানসিক শক্তিতে এগিয়ে থাকে। তো আমিও আসলে সেই আশা করি। আপনি বিশ্বের বড় বড় দলের দিকে তাকালে দেখবেন, ওরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পর ওই খেলোয়াড়গুলোই ৪-৮ বছরের মধহপজাতীয় দলেও বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।’

সাকিব নিজের কথায় আরও জানান, আকবররাই জানেন কীভাবে বিশ্বকাপ জিততে হয়। ফলে বিশ্বকাপের মঞ্চে দেশকে ভালো কিছু উপহার দেওয়ার বেলায় এগিয়ে থাকবেন তাঁরা। এমনটা জানিয়ে সাকিব বলেন, ‘আমার কাছে মনে হয়, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা আমাদের জন্য অসাধারণ এক ব্যাপার। এই ছেলেগুলা ওয়ার্ল্ড কাপ কীভাবে জিততে হয় সেটা জানে। স্বাভাবিকভাবে তাদের জন্য এটা অনেক বেশি সহজ হবে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা। সাফল্য এনে দেওয়া।’

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়