ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঈদের দিনে পরিবারকে সময় দেওয়ার আহবান মুশফিকের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৫, ২৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঈদের দিনে পরিবারকে সময় দেওয়ার আহবান মুশফিকের

করোনার কারণে খুব বিরুদ্ধ এক সময়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হচ্ছে আমাদের। সাধারণত ঈদে প্রত্যেকে বাইরে সময় কাটায়, বন্ধুদের সঙ্গে মেতে ওঠে। তবে এবার নেই সেই সুযোগ। থাকতে হবে বাড়িতে। নতুবা করোনায় আক্রান্ত হওয়ার ভয়।

তাই জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ঈদের দিনে সবাইকে আহবান জানিয়েছেন সুস্থতার সঙ্গে বাড়িতে থাকতে। আর এই সুযোগে পরিবারকে আরও বেশি সময় দেওয়ার আহবান জানিয়েছেন টাইগার দলের নির্ভরতার প্রতীক মুশফিকুর রহিম। নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটা বিবৃতি দিয়েছেন মুশফিক।

সেখানে লিখেছেন, ‘সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আমরা অনেক সময় বন্ধুদের সাথে বেশি সময় ব্যয় করি এবং পরিবারকে ভুলে যাই। যেহেতু আমরা সবাই বাড়িতে আছি, পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন এবং পরিবারের সাথে ভাল সময় কাটান এই কামনা করছি। ঈদ মোবারক।’

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এবারের খুশি সুস্থতার সঙ্গে পরিবারের সঙ্গেই না হয় হোক।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়