ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ক্রিকেট রেকর্ড থেকে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩১, ২৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ক্রিকেট রেকর্ড থেকে

ক্রিকেটের অনেক খুঁটিনাটি তথ্য আমাদের অজানা। তেমনই এক রেকর্ডের তথ্য দেব এবার।

আপনি জানেন কি, আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশিবার নার্ভাস নাইন্টিজের শিকার হয়েছেন কোন ব্যাটসম্যান?

ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশিবার নার্ভাস নাইন্টিজের শিকার হয়েছেন ভারতের গ্রেট ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। এই ক্রিকেট ঈশ্বর ক্যারিয়ারে সর্বমোট ২৮ ইনিংসে নব্বইয়ের ঘরে গিয়ে আউটের ফাঁদে পড়েছেন। তবুও ক্রিকেট ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে শতকের শতক হাঁকিয়েছেন শচীন।

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। ৪৮৪ ইনিংসের মধ্যে ১৪ বার নার্ভাস নাইন্টিজে কাঁটা পড়েছেন ভিলিয়ার্স। সেঞ্চুরি করেছেন ৪৭টি।

১৪ বার নার্ভাস নাইন্টিজে কাঁটা পড়েছেন রাহুল দ্রাবিড়ও। তবে ভিলিয়ার্সের চেয়েও ১২১ ইনিংস বেশি খেলেছেন এই ভারতীয় ব্যাটসম্যান।

এছাড়াও ১৩ ইনিংসে নব্বইয়ের ঘরে কাঁটা পড়েছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং।

বর্তমান যুগের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশিবার নব্বইয়ের ঘরে আউট হয়েছেন নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন, ১২ বার।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বার নার্ভাস নাইন্টিজের শিকার হয়েছেন মুশফিকুর রহিম। এই মিডল অর্ডার ব্যাটসম্যান ৭ বার আউট হয়েছেন নব্বইয়ের ঘরে।



ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়