ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘সামনের বছরের বিশ্বকাপ খেলতে পারে ধোনি’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ২৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘সামনের বছরের বিশ্বকাপ খেলতে পারে ধোনি’

ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি মাঠে নেই বছরখানেক হতে চললো। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর মাঠে নামেননি ধোনি। আর এই সময়ে তাঁর অবসর নিয়ে চলেছে অনেক গুজব, জল্পনা-কল্পনা। কিন্তু মুখ খোলেননি ধোনি। গেলো মার্চে আইপিএল দিয়ে মাঠে ফেরার কথা ছিল তার। কিন্তু করোনাভাইরাসের কারণে সেটিও বন্ধ। এমন অবস্থায় গত বুধবারে টুইটারে ধোনির অবসর নিয়ে নানা কথা ছড়াতে শুরু করে।

ধোনি এবারও কিছু না বললেও, তাঁর হয়ে ব্যাট ধরেছেন শৈশবের কোচ কেশব ব্যানার্জি। ধোনির এই কোচ জানালেন, ধোনি অবসর নিলে সবাইকে জানিয়ে অবসর নিবে। এর পাশাপাশি তিনি আরও যুক্ত করেছেন, এমনকি আগামী বছরও বিশ্বকাপ খেলতে পারেন ধোনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ‘ধোনির অবসর’ হ্যাশট্যাগে নানা কথা ছড়াতে শুরু করে। পরদিন রাঁচি থেকে সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে কেশব ব্যানার্জি বলেন, ‘ধোনি এমন মানুষ নয়, যে সবাইকে ডেকে বলবে, ‘আমি অবসর নিচ্ছি।’ সে জানে, কীভাবে তা করতে হয়। যখন সে মনে করবে সময় হয়েছে, তখন সে বিসিসিআইকে জানাবে এবং সংবাদ সম্মেলন ডাকবে। যা যা করা দরকার, সবই করবে। যেমনটি টেস্ট ক্রিকেট থেকে অবসরের সময় করেছিল।’

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবে বিশ্বাস না করতে আহবান জানিয়ে আরও যোগ করেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমকে অনুসরণ করলে হবে না। এখানে অনেক কিছুই চালু হয়ে যায়, শেষ পর্যন্ত দেখা যায় সব মিথ্যা। আমি বুঝতে পারছি না, সবাই কেন ধোনির পেছনে লেগেছে। আমি তাকে ভালো করে চিনি এবং আমি বলতে পারি, অবসর নিলে সে সবাইকে তা জানাবে।’

ধোনির এই শৈশবের কোচ কিছুদিন আগে বলেছিলেন, আইপিএল না হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিজ্ঞতার বিচারে ধোনিকে দলে নেওয়া উচিত হবে। তবে করোনাভাইরাসের ভয়াবহতার জন্য চলতি বছরের টি-টোয়েন্টই বিশ্বকাপ হবে কিনা সেটাই এখন সংশয়। আর এবার খেলা না হলেও সামনের বছরের বিশ্বকাপে ধোনিকে দেখা যাবে বলে বিশ্বাস কেশবের। এর আগে আইপিএলে নিজের ফিটনেস প্রমাণ করে আসবেন বলে দাবী এই কোচের। তিনি বলেন, ‘আইপিএলে দেখতে পাবেন যে ধোনি এখনও কতটা ফিট। টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে গেলেও, এমনকি পরের বছর হলেও সে খেলতে পারে।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়