ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

১১ ফাইনালের সামনে দাঁড়িয়ে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
১১ ফাইনালের সামনে দাঁড়িয়ে বার্সেলোনা

সর্বশেষ ১২ মার্চ স্প্যানিশ লা লিগায় কোনো ম্যাচ অনুষ্টিত হয়েছে। এরপর কেটে গেছে দুই মাসেরও বেশি। অবশেষে সময়ের হিসেবে ৩ মাসের মাথায় আবার মাঠে গড়াতে যাচ্ছে লা লিগা। আগামী ১১ জুন থেকে দর্শকশূন্য স্টেডিয়ামে সেভিয়া ও রিয়াল বেটিসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে লা লিগা।

এবারের লিগে শিরোপার দাবিদার বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই দলই। লিগে এখন পর্যন্ত মাত্র ২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা। এদিকে লিগে বাকি আছে আর ১১ রাউন্ডের খেলা। এই অবস্থায় পয়েন্ট খোয়ানো মানে শিরোপা হাতছাড়া করার মতোই। আর তাই সামনের ১১ ম্যাচের গুরুত্ব বোঝাতে প্রতিটিকে ফাইনালের সাথে তুলনা করেছেন বার্সেলোনার চিলিয়ান ডিফেন্ডার আর্তুরো ভিদাল। ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা তুলে ধরেন ভিদাল। এর পাশাপাশি অনুশীলনে ফেরা, দল ও নিজের সম্পর্কেও কথা বলেন একসময় বায়ার্ন ও জুভেন্টাসে খেলা এই ফুটবলার।

লম্বা সময় পরে অনুশীলনে ফিরেছে বার্সেলোনা। আর এই সময়টা খুব উপভোগ করছেন জানিয়ে ভিদাল বলেন, ‘দুই মাস ধরে ঘরে আটকা ছিলাম। ফলে অনুশীলনে ফিরতে পারা অসাধারণ ভালো লাগার। সতীর্থদের সঙ্গে মাঠে থাকাটা অনেক বেশি উপভোগ্য ও দারুণ অভিজ্ঞতা। সামনে আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি মাস অপেক্ষা করছে।’

এই বন্ধে দলের তারকা খেলোয়াড় লুইস সুয়ারেজসহ আরও অনেকে ইনজুরি থেকে ফিরে এসেছেন। এটা দলের জন্য অনেক ভালো হয়েছে বলে ভিদাল আরও যোগ করেন, ‘আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সুয়ারেজ অন্য খেলোয়াড়দের সুস্থ হয়ে ওঠা। কারণ আমাদের সামনের দুটি মাস হবে কঠিন সময়। অল্প সময়ের মধ্যে খেলতে হবে অনেক ম্যাচ। লা লিগা ছাড়া অন্য দুই প্রতিযোগিতাতেও আমাদের শতভাগ উজাড় করে দিতে হবে তখন।’

সামনের প্রতিটি ম্যাচকে ফাইনাল বলে আখ্যায়িত করে ভিদাল আরও যোগ করেন, ‘সামনের ১১ ম্যাচ হতে যাচ্ছে ১১টি ফাইনাল। এ বিষয়ে আমরা সবাই নিশ্চিত এবং ম্যাচগুলো হবে খুব কঠিন। আমাদের নিজেদের ওপর আস্থা রাখতে হবে। আর জয়ের ব্যাপারেই ভাবতে হবে।’

এদিকে এবার শিরোপা জিতলে ভিদাল টানা নয় মৌসুমে আলাদা তিনটি দলের হয় নয়টি শিরোপা জিতবে। ২০১১-১২ মৌসুম থেকে টানা চারবার জুভেন্টাসের হয়ে সিরি আ জিতেছেন ভিদাল। এরপরে বায়ার্নের হয়ে তিন মৌসুম খেলে হ্যাটট্রিক শিরোপা বাগিয়ে নিয়েছেন। সর্বশেষ মৌসুমে বার্সার জার্সিতে জিতেছেন টানা আট শিরোপা। এবার স্বপ্নের নয় শিরোপা জয় নিয়ে ভিদাল বলেন,

‘টানা নয়টি লিগ শিরোপা জেতা হবে একটা স্বপ্ন। কারণ এতগুলো শিরোপার রেকর্ড অর্জন খুবই কঠিন। ইতিহাসে অল্প কিছু ফুটবলার এটা করতে পেরেছে, তাই আমি গর্বিত। বার্সার সাথে নিজের নবম শিরোপাটা জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়