ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ফিট আছি: স্মিথ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ফিট আছি: স্মিথ

করোনাভাইরাসের কারণে ক্রিকেটাঙ্গনে খেলা নেই প্রায় তিন মাস হতে চললো। এই সময়ে করোনা মোকাবিলার জন্য মাঠে গিয়ে ট্রেনিংয়ের সুযোগও ছিলো না কোনো ক্রিকেটারের সামনে। গৃহবন্দি হয়েই থাকতে হয়েছে পুরোটা সময়। ফলে ফিটনেস নিয়ে সমস্যায় পড়ছেন অনেক ক্রিকেটারই। যদিও সবাই চেষ্টা করছেন, সম্ভাব্য উপায়ে ফিটনেস ধরে রাখতে।

ফিটনেসের ক্ষেত্রে সবার থেকে এগিয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। এই লকডাউনের সময় প্রচুর রানিং ও জিমের মাধ্যমে ফিটনেসে নিজের সেরা অবস্থানে পৌঁছেছেন বলে জানিয়েছেন স্মিথ। বর্তমানে নিউ সাউথ ওয়েলসের সাথে অনুশীলন শুরু করবেন বলেও জানিয়েছেন এই ক্রিকেটার। এদিকে স্মিথ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএল প্রসঙ্গে জানিয়েছেন, সময় মতো যদি বিশ্বকাপের আসর শুরু না হয় এবং সে সময় যদি আইপিএল অনুষ্ঠিত হয় তবে এই টুর্নামেন্টটি খেলতে চান তিনি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে স্মিথ নিজের ফিটনেসের বিষয়ে বলেন, ‘আমার মনে হচ্ছে গত দুই মাস ধরে আমি আসন্ন মৌসুমের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে ফেলেছি। সম্ভবত গত কয়েক বছরের মধ্যে নিজের সেরা অবস্থায় আছি এখন। এই সময়ের মধ্যে আমি যথেষ্ট পরিমাণ দৌড়েছি এবং জিমের কাজ করেছি।’

এই সময়ের মধ্যে নিজের ব্যাটের দিকে তেমন মন দেননি জানিয়ে স্মিথ আরও যোগ করেন, ‘গত কয়েক মাসে আমি তেমন ব্যাটই ধরিনি। এই সময় কেবল নিজের ফিটনেস নিয়েই ভেবে গেছি। এখন কেবল সবার সঙ্গে অনুশীলনে যাওয়ার অপেক্ষা।’

এরপর আসন্ন বিশ্বকাপ ও আইপিএল প্রসঙ্গে স্মিথ বলেন, ‘দেশের হয়ে যখন বিশ্বকাপ খেলা হয়, আমার মনে হয় ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সেটিই সর্বোচ্চ। অবশ্যই আমি বিশ্বকাপ খেলতে চাই। কিন্তু বিশ্বকাপ যদি না হয়, পিছিয়ে দেওয়া হয় এবং ওই জায়গায় যদি আইপিএল হয়, তাহলে সেটাই হোক। ঘরোয়া টুর্নামেন্ট হিসেবে আইপিএল অসাধারণ।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়