ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘কোহলিকে স্লেজিং করা অনুচিত, এটা তাকে অক্সিজেন দেয়’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৫, ৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘কোহলিকে স্লেজিং করা অনুচিত, এটা তাকে অক্সিজেন দেয়’

বর্তমান বিশ্বের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি প্রতিটি ফরম্যাটে পঞ্চাশের অধিক গড়ে নিয়মিত রান করে যাওয়া। এর পাশাপাশি রান তাড়ার ক্ষেত্রে অতিমানবীয় ইনিংস খেলা। এসব কোহলিকে সবার থেকে আলাদা করে তুলেছে, নিয়ে গেছে অন্য উচ্চতায়।

ক্রিকেটকে শারীরিক ও মানসিক খেলা বলা হয়। শারীরিক ভাবে বিরাট যেমন ফিট, মানসিকভাবেও অনেক শক্তিশালী বিরাট কোহলি। এমনটাই জানিয়েছেন সাবেক অজি ক্রিকেটার ডিন জোন্স। এই অজি ক্রিকেটার বলেন, মানসিকভাবে শক্ত হওয়ার কারণে বিরাটকে মাঠে স্লেজিং করা অনুচিত। কারণ, বিরাটকে মাঠে স্লেজিং করলে সেটি ভারতীয় এই ব্যাটসম্যানকে আরও ভালো খেলতে অনুপ্রেরণা জোগায়।

স্পোর্টস্ক্রিন নামের একটা ইউটিউব চ্যানেল থেকে লাইভে এসে এমন তথ্য জানান জোন্স। এর পাশাপাশি অস্ট্রেলিয়ার মাঠে বিশ্বকাপ আয়োজন বিষয়েও কথা বলেন সাবেক এই ক্রিকেটার। তিনি মনে করেন এই বছর অস্ট্রেলিয়ায় এই বছর বিশ্বকাপ আয়োজন সম্ভব হবে না।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে জোন্স বলেন, ‘অস্ট্রেলিয়ায় এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হবে না। কারণ, আয়োজক দেশ হিসেবে এতবড় যজ্ঞ আয়োজন করার মতো অবস্থানে এই মুহূর্তে নেই অস্ট্রেলিয়া।’

আর তাই বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা বাদ দিয়ে ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ আয়োজনের বিষয়ে নজর দেওয়ার কথা বলেছেন জোন্স। অজি এই কমেন্টেটরের ভাষ্যে, ‘এইবারের বিশ্বকাপ আয়োজন করে আমরা অত লাভবান হতে পারবো না। এর থেকেও ভারতের বিপক্ষে চার টেস্ট ও ওয়ানডে আয়োজন করে আমরা ২২০ মিলিয়ন ডলারের মতো লাভবান হতে পারবো। তাই আমি আশা করি ক্রিকেট অস্ট্রেলিয়া কেবল ভারতকে আতিথ্য দিবে এই মুহূর্তে।’

এরপর বিরাট কোহলিকে নিয়ে নিজের মতামত তুলে ধরেন জোন্স। তাঁর ভাষ্যে, ‘আমি আজ আপনাদের বলবো, অজিরা কেন বিরাট কোহলির বিপক্ষে মাঠে চুপ থাকে। কেন তাকে স্লেজিং করে না।’

কোহলির বিপক্ষে অজিদের স্লেজিং না করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিজের খেলোয়াড়ি জীবনের প্রসঙ্গ টেনে জোন্স বলেন, ‘আমাদের সময়ে আমরা কিছু খেলোয়াড়কে স্লেজিং করতাম না। আমরা ভিভিয়ান রিচার্ডস ব্যাটিংয়ে আসলে চুপ থাকতাম। কিংবা জাভেদ মিয়াদাদ বা মার্টিন ক্রোদেরও স্লেজিং করতাম না। আর এর পেছনে বড় কারন, আপনি ওদের মানসিকভাবে আপসেট করতে পারবেন না।’

বিরাটও ক্রিকেটের সব গ্রেটদের মতো মানসিকভাবে শক্তিশালী বলে তাকেও স্লেজিং করে না অজিরা। এমনটা জানিয়ে জোন্স বলেন, ‘বিরাট কোহলিও মানসিকভাবে আপসেট হয় না। বরং স্লেজিং করা মানে তাকে তাতিয়ে দেওয়া। অক্সিজেন দেওয়া। যাতে সে আরও ভালো খেলে।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়