ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফিফার দেখানো পথে হাঁটছে ইপিএল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ফিফার দেখানো পথে হাঁটছে ইপিএল

করোনাভাইরাসের সঙ্কট কাটিয়ে মাঠে ফিরতে চলেছে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ লিগগুলো। করোনায় খেলা মাঠে ফিরলে খেলোয়াড়দের অল্প সময়ে অধিক ম্যাচ খেলতে হবে বলে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রস্তাব দিয়েছিল, ফুটবল ম্যাচে বদলি হিসেবে তিনজন নয় বরং ৫ জন খেলোয়াড় করা হোক। পরবর্তীতে ফুটবলের নিয়ম তৈরির সংগঠন আইএফএবি মে মাসের শুরুতে এই প্রস্তাবটির অনুমোদন দেয়।

তবে এক্ষেত্রে বলে দেওয়া হয়েছিল, আন্তর্জাতিক ফুটবলে এই নিয়ম আগামী দুই বছর মানা হবে। তবে ঘরোয়া ফুটবল লিগে এই নিয়ম মানা বাধ্যতামূলক নয়। যদি কোনো লিগ চায় তবে এই নিয়ম প্রয়োগ করতে পারে। ইতিমধ্যে শুরু হয়ে যাওয়া জার্মান বুন্দেসলিগায় এই নিয়ম মেনে খেলা চালু হয়েছে। এবার একইপথে হাঁটছে ইংলিশ প্রিমিয়ার লিগও।

ইপিএল কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়াও নতুন আরেকটি নিয়ম চালু করেছে ইপিএল কর্তৃপক্ষ। আগে প্রতি ম্যাচের আগে বদলি খেলোয়াড়ের তালিকায় মোট সাতজন ফুটবলারের নাম দেওয়া যেত। তবে ইপিএল নিজেদের বিবৃতিতে জানিয়েছে, প্রতি ম্যাচের জন্য প্রতিটি দল নয় জন বদলি খেলোয়াড়ের নাম দিতে পারবে।

তিন মাসের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ১৭ জুন পুনরায় শুরু হবে ইংল্যান্ডের শীর্ষ লিগ।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়