ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টুর্নামেন্ট খেলতে অন্য দেশে যাওয়ার ইচ্ছা নেই: নাদাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
টুর্নামেন্ট খেলতে অন্য দেশে যাওয়ার ইচ্ছা নেই: নাদাল

টেনিসের ওপেন যুগে ক্যারিয়ারে ১৯টি গ্র্যান্ডস্ল্যাম জেতা হয়ে গেছে স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালের। আর ১টা জিতলে সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যাম জেতা সুইস তারকা রজার ফেদেরার সঙ্গী হিসেবে তালিকার প্রথম স্থানে যৌথভাবে জায়গা করে নিবেন। চলতি বছরই সেই সম্ভাবনাটা নিজের করে নিতে পারেন এই স্প্যানিয়ার্ড। আগস্ট-সেপ্টেম্বরে যৌথভাবে ইউএস ওপেন ও ফ্রেঞ্চ ওপেন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে বিশ্বে করোনা পরিস্থিতির যে অবস্থা রয়েছে, এরমধ্যে কোনো টুর্নামেন্ট খেলার জন্য ইচ্ছুক না রাফায়েল নাদাল। গত বুধবার নিজের ৩৪ তম জন্মদিন ছিল নাদালের। সেদিন আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমের সঙ্গে ভিডিও কলিং সাইট জুমে কথা বলেন নাদাল। সে সময় জানান, এই অবস্থায় অন্য দেশে ভ্রমণ করে কোনোভাবে টুর্নামেন্ট খেলতে ইচ্ছুক নন তিনি।

নাদালের ভাষ্যে, ‘এটা এখনো কোন আদর্শ পরিবেশ নয়। যদি আপনি আমাকে আজ জিজ্ঞেস করেন, আমি কী কোথাও টেনিসের টুর্নামেন্ট খেলতে যাবো কি না? আমি বলবো, না। এই মুহূর্তে টুর্নামেন্ট খেলতে কোথাও উড়ে যেতে রাজি না আমি।’

সামনের আসন্ন দুই টুর্নামেন্টের ভবিষ্যত কী? নাদাল মনে করেন, আয়োজক কমিটি সবার কথা বিবেচনা করে সঠিক সিদ্ধান্তই নিবেন। যদি টুর্নামেন্ট আয়োজন করতেই হয় তবে সেটিও খেলোয়াড়দের শারীরিক নিরাপত্তা নিশ্চিত করে নেওয়া উচিত বলে মনে করেন নাদাল।

এই স্প্যানিয়ার্ড বলেন, ‘আমি এই ব্যাপারে আত্মবিশ্বাসী যে, তারা সঠিক সিদ্ধান্তটাই নিবে। আর যদি তারা ইউএস ওপেন বা ফ্রেঞ্চ ওপেন আয়োজন করতেও চায়, সেটা হতে হবে খেলোয়াড়দের সর্বোচ্চ সুরক্ষা নিয়ন্ত্রণ করে নিরাপত্তার চাদরে মুড়ে। আর যদি সেটা সম্ভব না হয়, তবে এটা আয়োজন করার কোনো কারণই নেই।’

বিশ্বে এখন করোনা সঙ্কট কাটিয়ে ফুটবল শুরু হয়ে গেছে। তবে টেনিস কেন নয়? নাদাল এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘ফুটবল বা টেনিস এই দুটি খেলার ব্যপ্তি বিশ্বজুড়ে। তবে ঘরোয়া ফুটবলে খেলোয়াড়রা একটা নির্দিষ্ট দেশে থেকে সেখানে খেলতে থাকে। কিন্তু টেনিসে একটা টুর্নামেন্টে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়রা খেলতে আসে। আর সবাইকে এক টুর্নামেন্টে জায়গা করে দেওয়া সম্পূর্ণ আলাদা বিষয়।’

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়