ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পাকিস্তানের প্রধান হুমকি হবে আর্চার: ইউনিস খান

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ২৮ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পাকিস্তানের প্রধান হুমকি হবে আর্চার: ইউনিস খান

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ঠিক আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ইংল্যান্ডের গতিময় ফাস্ট বোলার জোফরা আর্চারের। সেই থেকে বছর না পেরুতেই ইংল্যান্ড জাতীয় দলের প্রধান অস্ত্র হয়ে ওঠেন তিনি। ৪৪ বছরের অপেক্ষা শেষে ইংল্যান্ডের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ে রেখেছেন অবদান। ভালো খেলেছেন গত বছরের অ্যাশেজ সিরিজেও।

৭ টেস্ট, ১৪ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলা আর্চার পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে ইংল্যান্ড ও টেস্ট ক্রিকেটের অন্যতম দুই সেরা পেসার জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডের চেয়েও বিপজ্জনক হবে বলে মনে করছেন পাকিস্তানের ব্যাটিং কোচ ইউনিস খান। সদ্য দায়িত্ব পাওয়া এই ব্যাটিং কোচ মনে করছেন, ইংল্যান্ডে তাদের জন্য সবচেয়ে বড় হুমকি হবেন এই পেসার।

এখন পর্যন্ত সাদা বলে তিনবার আর্চারকে মোকাবিলা করলেও লাল বলের ক্রিকেটে প্রথমবারের মতো তার মুখোমুখি হবে পাকিস্তান। এর আগে দলের সঙ্গে ইংল্যান্ড যাওয়া ব্যাটিং কোচ ইউনিস আর্চারকে নিয়ে বলেন, ‘সে সত্যিকারের ম্যাচ উইনার এবং প্রতিপক্ষের জন্য হুমকি। তাঁর চাপ নেওয়ার ক্ষমতা অনেক, যেটা বিশ্বকাপ ফাইনালে গুরুত্বপূর্ণ সুপার ওভার করে সে প্রমাণ করেছে।’

এরপর আরও যোগ করেন, ‘তাকে নিয়ে চারপাশে যে আলোড়ন, এটা তাঁর ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। আমি ব্যাটসম্যানদের বলেছি, শরীরের কাছ থেকে খেলতে এবং ব্যাক ফুটে খেলতে। কারণ, তার ইনসুইংগার হতে পারে খুবই বিপজ্জনক।’

এদিকে নিজের ক্যারিয়ারে একবার আর্চারের বিপক্ষে খেলেছিলেন ইউনিসও। তাও ২০১৬ সালে ইংল্যান্ড সফরের প্রস্তুতি ম্যাচে সাসেক্সের বিপক্ষে খেলার সময়। তবে আর্চার তখন বর্তমান সময়ের মতো এতো সেরা ফর্মে ছিলো না জানিয়ে ইউনিস বলেন, ‘সাসেক্সের বিপক্ষে এক প্রস্তুতি ম্যাচে তাকে খেলেছিলাম। সেই ম্যাচে পাঁচ উইকেট পেয়েছিলো সে। কিন্তু ওই সময় সে তার বোলিংয়ে এখনকার মতো সেরা অবস্থায় ছিলো না।’

তবে শুধু আর্চার নয়, ব্রড-অ্যান্ডারসন জুটিকে নিয়েও কথা বলেন পাকিস্তানের ব্যাটিং কোচ ইউনিস, ‘আসলে অ্যান্ডারসন ও ব্রডের অভিজ্ঞতা প্রচুর। তারা সব সময়ের সেরা বোলিং জুটি। ইংল্যান্ডের জেতা ম্যাচে তাদের অবদান সবচেয়ে বেশি।’

তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে রোববার ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছে পাকিস্তান।


ঢাকা/কামরুল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়