ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মেয়েদের যুব বিশ্বকাপের সম্ভাবনা দেখছে না বিসিবি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২২, ২৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মেয়েদের যুব বিশ্বকাপের সম্ভাবনা দেখছে না বিসিবি

দশ দল নিয়ে ২০২১ সালে প্রথমবারের মতো আয়োজন হওয়ার কথা আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট বিশ্বকাপ। আর প্রথমবারেই যুব মেয়েদের এ মহাযজ্ঞ আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। কিন্তু করোনা সংকটপূর্ণ পরিস্থিতিতে আগামী বছর যুব বিশ্বকাপের সম্ভাবনা দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির উইমেন্স ক্রিকেট কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল রাইজিংবিডিকে জানালেন, বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনো আলোচনা নেই। আইসিসি থেকেও পাওয়া যায়নি কোনো নির্দেশনা। তাঁর মতে, করোনা পরিস্থিতিতে আগামী বছরের শুরুতে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা নেই।

গত ১৫ অক্টোবর আইসিসির বোর্ড সভা শেষে দেশে ফিরে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, স্বাগতিক বাংলাদেশসহ দশ দল নিয়ে হবে প্রথম নারী যুব বিশ্বকাপ। অতীতে ছেলেদের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, যুব বিশ্বকাপ এবং এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট আয়োজন করায় আয়োজক হিসেবে নারীদের বিশ্বকাপ নিয়ে কোনো চ‌্যালেঞ্জ ছিল না বিসিবির।

দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার মূল কাজ ছিল মেয়েদের দল তৈরি করা। গত বছরের মার্চে যুব দল তৈরি করার কথা থাকলেও অক্টোবর পর্যন্ত দল তৈরি করতে পারেনি বিসিবি। তবে আট মাস পর আশার আলো দেখালেন শফিউল আলম চৌধুরী, ‘আমাদের এখন যুব দল প্রস্তুত। ৩০ জনের একটি স্কোয়াড আমাদের হাতে আছে। যাদেরকে বয়সভিত্তিক দল থেকে বের করে আনা হয়েছে। আমাদের গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচরা তাদের নিয়ে কাজ করেছে। একই সঙ্গে জাতীয় দলের কোচিং স্টাফরাও মেয়েদের দেখেছে।’

তবে যে উদ্দেশ‌্যে তড়িঘড়ি করে ট্রায়াল, প্রস্তুতি ও ম‌্যাচ আয়োজন করে যুব দল তৈরি করেছে বিসিবি সেটি পিছিয়ে যাওয়ার শঙ্কা বিসিবির পরিচালকের কণ্ঠে, ‘বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্ত আসলে হয়নি। তবে এ পরিস্থিতিতে কোথায় গিয়ে থামে সেটার ওপর সব কিছু নির্ভর করবে। আমাদেরকে আইসিসি কোনো কিছু জানায়নি, আমরাও নিজেদের মধ‌্যে এগুলি নিয়ে আলোচনা করিনি। যথাসময়ে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা নেই আসলে।’

তবে নিজেদের আগাম প্রস্তুতির খবরও জানালেন মেয়েদের ক্রিকেটের প্রধান, ‘আমরা মেয়েদের নিয়ে ক্যাম্প আয়োজন করেছিলাম। তাদেরকে বিশ্বকাপের জন‌্য প্রস্তুত করা হচ্ছিল। যেহেতু ঘরের মাঠে খেলা; আর আমাদের প্রথম যুব দল; তাই আমরা তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়েছিলাম। কিন্তু করোনার কারণে সবই ওলটপালট হয়ে গেছে।’



ঢাকা/ইয়াসিন/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়