ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টেস্ট অধিনায়কত্বে আগ্রহ নেই ডি ককের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
টেস্ট অধিনায়কত্বে আগ্রহ নেই ডি ককের

সাফল্যের বিচারে বড্ড খারাপ সময় পার করছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এই সময় থেকে বেরিয়ে আসতে ক্রিকেটের পালাবদল চালাচ্ছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। আর সে পথে বোর্ডের সবচেয়ে বড় আস্থার নাম প্রোটিয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক।

গত জানুয়ারিতে ফাফ ডু প্লেসি ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর গ্রায়েম স্মিথ দলের দায়িত্বভার অর্পণ করেছেন ডি ককের উপর। এপ্রিলে পেয়েছেন টি-টোয়েন্টি দলের নেতৃত্বও। কিন্তু টেস্ট দলের অধিনায়কত্ব কার উপর অর্পণ করবে প্রোটিয়া ক্রিকেট বোর্ড! সদ্য প্রোটিয়া ক্রিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আলো ছড়ানো ডি ককেই আবার চোখ বোর্ডের। তবে টেস্ট দলের অধিনায়ক হওয়ার কোনো আগ্রহ নেই এই প্রোটিয়ার। মূলত লাল বলের ক্রিকেটে চাপহীন খেলার জন্য সীমিত ওভারের ক্রিকেটেই কেবল অধিনায়কত্বে মনোযোগ দিতে চান ডি কক।

ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে এক সাক্ষাৎকারে এই প্রোটিয়ান বলেন, ‘আমি আমাদের কোচ বাউচারের সঙ্গে বিভিন্ন সময় এই বিষয়ে কথা বলেছি। আমি তাকে জানিয়েছি, দেখো টেস্ট অধিনায়ক হওয়ার অনুভূতি আমার জানা নেই। বাস্তবতা মাথায় রেখে বিচার করলে আমি বলবো, টেস্টে অধিনায়কত্ব করা আমার জন্য খুব চাপের হয়ে যাবে। এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আর আমি নিজের উপর এত চাপ দিতে ইচ্ছুক নই।’

টেস্ট ক্রিকেটে চাপহীন থেকে উপভোগ করতে চান জানিয়ে আরও যোগ করেন, ‘আমি টেস্ট ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে নিজেকে বাড়তি চাপে ফেলতে চাই না। নিজের মতো করে এই ফরম্যাটে খেলে যেতে চাই। খেলাটা উপভোগ করতে চাই।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়