ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনাকে সহ্য করে যেতে হবে: সৌরভ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৯, ৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনাকে সহ্য করে যেতে হবে: সৌরভ

সময় তাঁর আপন গতিতে বয়েই যাচ্ছে। একই স্রোতে বেড়েই চলছে করোনা বিপর্যয়ও। ডিসেম্বরে চীনে এই প্রাণঘাতী মহামারি ধরা পড়ার পর থেকে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত মে মাসে করোনাভাইরাসের ব্যাপারে আশাবাদী মন্তব্য করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। আশা করেছিলেন, শিগগিরই আসবে করোনার ভ্যাকসিন।

তবে অবস্থার উন্নতি দূরে থাক, ভারতে প্রতিদিন করোনাকে ঘিরে হতাশা কেবলই বাড়ছে। ইতিমধ্যে দেশটিতে প্রায় সাত লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর তাই হতাশা পেয়ে বসেছে গাঙ্গুলিকেও। ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের মতে, এ বছর করোনাভাইরাস নির্মূল হওয়ার সম্ভাবনা তিনি দেখেন না। আর তাই সবাইকে করোনাকে সহ্য করতে বলেছেন বিসিসিআই সভাপতি।

মায়াঙ্ক আগারওয়ালের ‘ওপেন নেটস’ নামক অনুষ্ঠানে এমন কথা বলেন গাঙ্গুলি। তাঁর ভাষ্যে, ‘আমি মনে করি, আগামী ৩-৪ মাস খুব কঠিন হতে চলেছে আমাদের জন্য। করোনাকে সহ্য করে নিতে হবে আমাদের। চলতি বছরের শেষে কিংবা নতুন বছরের শুরুতে স্বাভাবিক জীবনে ফিরতে পারবো বলে আশা করছি।’

এই মুহূর্তে কোনো ক্রিকেটীয় কার্যক্রম শুরু করার পক্ষপাতিত্ব নন সৌরভ। বিসিসিআইয়ের এই সভাপতি মনে করেন ভ্যাকসিন আবিষ্কারের জন্য অপেক্ষা করা উচিত। এর আগে পর্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হবে জানিয়ে লাইভ আড্ডায় তিনি আরও যোগ করেন, ‘আমি ভ্যাকসিন আবিষ্কারের জন্য অপেক্ষার পক্ষপাতী। তখন পর্যন্ত আমাদের একটু বেশিই সতর্ক থাকতে হবে। আমরা জানি আশপাশে কী হচ্ছে। আমরা কেউই অসুখে পড়তে চাই না। হয়তো ভ্যাকসিন আবিষ্কার হলে অন্য সব রোগের মতো এটিও স্বাভাবিক হবে।’

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়