ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘অবসরের কথা একদমই ভাবছে না ধোনি’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ৮ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘অবসরের কথা একদমই ভাবছে না ধোনি’

সময়ের হিসাবে ৩৬৪ দিন হলো ক্রিকেট মাঠের সবুজ গালিচায় নামা হয়নি ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির। গত বছর ৯ জুলাই ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ মাঠে নামেন এই ভারতীয়। বৃষ্টি বাধায় পরদিনও ওল্ড ট্রাফোর্ডে একই ম্যাচ খেলতে নামেন ধোনি। সেই ম্যাচে হারের পর সবুজ গালিচায় আর ফেরা হয়নি তাঁর।

কথা ছিল, আইপিএলের ম্যাচ দিয়ে ফিরবেন আবার মাঠে। খেলতে পারেন টি-টোয়েন্টি বিশ্বকাপও। তবে করোনা বিপর্যয়ে সে সম্ভাবনাও ফিকে হয়ে উঠছে। তবে তা সত্ত্বেও এখনো অবসরের কথা ভাবছে না এই ক্রিকেটার, এমনটাই জানিয়েছেন ধোনির ছোট বেলার বন্ধু এবং ম্যানেজার মিহির দিবাকর। ধোনির এই ম্যানেজার আরও জানিয়েছেন, নিজেকে ফিট রাখার জন্য নিজের বাগানবাড়িতে নিয়মিত ফিটনেস ট্রেনিং করে যাচ্ছেন এই ক্রিকেটার। লকডাউন উঠে গেলে ব্যাটিং অনুশীলনও করবেন। ভারতীয় সংবাদ মাধ্যম ‘পিটিআই’ দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানান ধোনির এই ম্যানেজার।

গতকালই (৭ জুলাই) ৩৯ বছর পূর্ণ করা ধোনির সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে মিহির দিবাকর বলেন, ‘আমি গতকাল তাঁর (ধোনির) সঙ্গে কথা বলেছি। সাধারণ ব্যবসায়িক আলোচনা। ধোনি তাঁর পরিবারের সঙ্গে এবার খুব শান্ত একটা জন্মদিন পার করেছেন। সাধারণত আমরা ক্রিকেট নিয়ে তেমন একটা কথা বলি না। তবে তাকে দেখে আমি এটা বুঝতে পেরেছি, অবসরের কথা সে একদমই ভাবছে না।’

২০১১ বিশ্বকাপজয়ী অধিনায়ক আইপিএল খেলার বিষয়ে একদমই বদ্ধপিরকর জানিয়ে মিহির আরও যোগ করেন, ‘সে এবারের আইপিএল খেলার বিষয়ে বদ্ধপরিকর। সে এ লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। সে কিন্তু আইপিএলের অনুশীলনের জন্য মার্চেও সবার আগে ক্যাম্পে গিয়েছিল। তাঁর বাগানবাড়িতে ফিটনেস ফিরে পাওয়ার জন্য কাজ করছে। লকডাউন উঠে গেলে ব্যাটিং অনুশীলনও করবে। পরিস্থিতি কত তাড়াতাড়ি স্বাভাবিক হয় সেটার উপর সবকিছু নির্ভর করছে।’
শেষ পর্যন্ত বয়সকে বৃদ্ধাঙুলি দেখিয়ে কীভাবে ফেরেন ধোনি, সেটিই এখন দেখার।

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়