ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

একসাথে হাঁটু গেড়ে বসলেন সবাই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ৮ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
একসাথে হাঁটু গেড়ে বসলেন সবাই

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। কালোদের জীবনেরও মূল্য আছে এমন স্লোগানে মুখরিত হয়েছে সবাই। ক্রীড়াঙ্গনও নিজেদের জায়গা থেকে সরব ভূমিকা পালন করেছে। ফুটবলে ইতিমধ্যে ব্ল্যাক লাইভস ম্যাটার সমর্থনে হাঁটু গেঁড়ে প্রতিবাদ জানিয়েছিল খেলোয়াড়রা।

এবার একই চিত্র দেখা গেল ক্রিকেট মাঠেও। দীর্ঘ ১১৬ দিন পর সাউদাম্পটনের অ্যাজেস বোল স্টেডিয়ামে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট দিয়ে করোনা সঙ্কট কাটিয়ে ফিরেছে ক্রিকেট। আর খেলা মাঠে গড়ানোর আগে ব্ল্যাক লাইভস ম্যাটার সমর্থনে হাঁটু গেড়ে বসতে দেখা গেলো মাঠে উপস্থিত সবাইকে। ক্রিকেটার, ম্যাচ কর্মকর্তা থেকে শুরু করে আম্পায়াররাও শামিল হয়েছেন এই কাতারে।

শুধু বর্ণবৈষম্য নয় করোনাভাইরাসে যারা মারা গেছেন, তাদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করেছেন মাঠে উপস্থিত সবাই।

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়