ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১০ জন নিয়েও জিতলো বার্সা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫১, ৮ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
১০ জন নিয়েও জিতলো বার্সা

স্প্যানিশ লা লিগায় ৩৫তম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা।  ন্যু ক্যাম্পে বুধবার (৮ জুলাই) রাতে তারা ১-০ গোলে হারিয়েছে এম্পানিওলকে। ম্যাচের ৫০ ও ৫৩ মিনিটে উভয় দল একজন করে খেলোয়াড় হারিয়ে ১০ জনের দলে পরিণত হয়।  বাকি সময় দশজন নিয়েই খেলে তারা।  ১০ জন নিয়ে খেলেও জয় বঞ্চিত হয়নি কাতালানরা। 

ম্যাচের ৫০ মিনিটে বার্সেলোনার আনসু ফাতি ও ৫৩ মিনিটে এস্পানিওলের পোল লোজানো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।  প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে এসে গোলের দেখা পায় বার্সা। 

এ সময় (৫৬ মিনিটে) লুইস সুয়ারেজ গোল করে এগিয়ে নেন কিকে সেতিয়েনের দলকে।  এটি ছিল বার্সার জার্সি গায়ে তার ১৯৫তম গোল।  আর এর মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন বার্সেলোনার হাঙ্গেরিয়ান স্ট্রাইকার লাজলো কুবালাকে।  যিনি এতোদিন কাতালানদের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন।  তাকে পেছেন ফেলে সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এখন সুয়ারেজ। 

বাকি সময়ে সুয়ারেজের করা গোলটি আর শোধ দিতে পারেনি এস্পানিওল।  তাতে হারও এড়াতে পারেনি তারা।

৩৫ ম্যাচ থেকে বার্সার সংগ্রহ ৭৬ পয়েন্ট।  এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭৭ পয়েন্ট। আর ৩৫ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট নিয়ে এস্পানিওলের অবস্থান সবার শেষে। রেলিগেশন অপেক্ষা করছে তাদের জন্য।  

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়