ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এশিয়া কাপ বাতিলের খবর জানে না পাকিস্তানও

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৬, ৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
এশিয়া কাপ বাতিলের খবর জানে না পাকিস্তানও

‘এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে। এবারে আর হচ্ছে না।’- নিজের জন্মদিনের দিন ইনস্টাগ্রামে ‘স্পোর্টস টক’ নামক এক লাইভে এমন দাবি করেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। তবে সৌরভের এমন দাবি সম্পর্কে জানেই না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন তথ্য দিলো পিসিবির মিডিয়া কমিটির পরিচালক সামিউল হাসান বার্নি। এদিকে বিসিবি থেকেও রাইজিংবিডি’কে নিশ্চিত করা হয়েছে এশিয়া কাপ নিয়ে কোন আপডেট এখনো নেই।

সৌরভ সেই লাইভে বলেন, ‘ডিসেম্বরে আমাদের প্রথম পূর্ণাঙ্গ সিরিজ হবে। আর সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপ ২০২০ বাতিল করা হয়েছে।’ তবে এই বিবৃতির বিপক্ষে সামিউল হাসান বলেন, ‘সৌরভ যে বক্তব্য দিয়েছে এটার কোনো ভিত্তি নাই। আর প্রতি সপ্তাহে একটা করে বিবৃতি দিলে সে কথার আর কোনো মূল্য থাকে না।’

এরপর এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে সামিউল হাসান আরও যোগ করেন, ‘এশিয়া কাপের ভবিষ্যৎ নির্ধারণ করবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এশিয়া কাপ হবে কী হবে না এই ঘোষণা আসবে কেবল এসিসির সভাপতি নাজমুল হাসান পাপনের থেকে। আমরা যতটা জানি, এসিসির পরবর্তী সভায় এশিয়া কাপ নিয়ে ঘোষণা আসবে।’

এদিকে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও সৌরভের এই বক্তব্যের কারণ খুঁজে পাচ্ছেন না। তিনি এর আগে রাইজিংবিডিকে বলেছেন, ‘তিনি (গাঙ্গুলী) কিভাবে বলেছেন তা আমি জানি না। এসিসির বৈঠক হওয়ার কথা সেখানেই এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত হবে। এখনও বৈঠক তো হয়নি। আমাদের সভাপতি অসুস্থ। তিনি এসিসির প্রধানও। মিটিং হবে কিভাবে? এজন্য এশিয়া কাপ নিয়ে কোনো আপডেট নেই।’

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়