ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তিন ওয়ানডের জন্য আয়ারল্যান্ডের ২১ জনের স্কোয়াড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
তিন ওয়ানডের জন্য আয়ারল্যান্ডের ২১ জনের স্কোয়াড

ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের জন্য ২১ জনের ট্রেনিং স্কোয়াড ঘোষণা করেছে আয়ার‌ল্যান্ড। জুলাই-আগস্টে দুই দল তিনটি ওয়ানডে খেলবে ইংল্যান্ডের মাটিতে। এ সিরিজ দিয়ে ওয়ার্ল্ডকাপ সুপার লিগের সফর শুরু করবে আয়ারল্যান্ড।

করোনা প্রকোপের থেকে মুক্তি পাওয়ার পর প্রথমবার ওয়ানডে ক্রিকেট দেখবে ক্রিকেট বিশ্ব। সিরিজে অংশ নিতে আগামী ১৮ আগস্ট ডাবলিন থেকে রওণা হবে আয়ারল্যান্ড। তাদের গন্তব্য সাউদাম্পটন। অ্যাজেস বউল স্টেডিয়ামের ভেতরে থাকা হোটেলে উঠবেন তারা। ৫ আগস্ট পর্যন্ত সেখানেই থাকবেন তারা।

২১ জনের ট্রেনিং স্কোয়াড থেকে ১৪ জনের চূড়ান্ত দল বাছাই করবে ক্রিকেট আয়ারল্যান্ড। তিনটি ম্যাচ হবে ৩০ জুলাই, ১ ও ৪ আগস্ট। এর আগে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড তিন ম্যাচ সিরিজের জন্য ২৪ জনের স্কোয়াড তৈরি করেছে। সিরিজের ঠিক আগে তারা মূল স্কোয়াড ঘোষণা করবে।

আয়ারল্যান্ড স্কোয়াড: অ্যান্ড্রু বালবর্ণি (অধিনায়ক), পল স্টার্লি, মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, পিটার চেজ, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, জোনাথন গার্থ, টাইরন কেন, জস লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাককার্টি, জেমস ম্যাককালাম, কেভিন ওব্রায়ন, উইলিয়াম পোর্টারফিল্ড, বয়েড র্যাঙ্কিন, সিমি সিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, গ্যারি উইলসন ও ক্রেইগ ইয়ং।

ইংল্যান্ড স্কোয়াড: এউয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, টম ব্যাটন, স্যাম বিলিংস, হেনরি ব্রুকস, ব্রেন্ডস ক্রাস, টম কুরান, লিয়ান ডসন, বেন ডাকেট, লউরি ইভান্স, রিচার্ড গ্লেসন, লুইস গ্রেগরি, স্যাম হিন, টম হেলম, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ম্যাথুউ পার্কিনসন, আদীল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিচ টোপলে, জেমন ভিঞ্চ, ডেভিড উইলি।

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়