ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আমি আর ধোনি ফ্লোরের মেঝেতে ঘুমিয়েছিলাম: গম্ভীর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ১২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আমি আর ধোনি ফ্লোরের মেঝেতে ঘুমিয়েছিলাম: গম্ভীর

দীর্ঘ ২৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে ২০১১ সালে দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ নিজেদের করে নেয় ভারত। আর সেই স্বপ্নের ফাইনালে ভারতীয়দের পক্ষে নায়ক ছিলেন অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি এবং ওপেনার গৌতম গম্ভীর। দুইজনই নব্বইয়ের ঘরে রান করেছিলেন সে ম্যাচে। দলকে জেতানোর পথে গড়েছেন শতরানের জুটি। মাঠের ভেতরের মতো বাইরেও এই দুইজনের জুটি ঠিক একইরকম মজবুত ছিল এবং আছে।

সম্প্রতি স্টার স্পোর্টস এর ‘চ্যাট শো’ নামক অনুষ্ঠানে নিজেদের মধ্যকার সম্পর্কের গভীরতা ব্যাখ্যা করেছেন ৩৮ বছর বয়সী গম্ভীর। জানিয়েছেন দুইজনের মধ্যকার তেমনই কিছু মজার ঘটনা। গম্ভীর জানিয়েছেন, একবার এক মাসের বেশি সময় ধরে দুইজন রুমের মেঝেতে ঘুমিয়েছিলেন। ভারতীয় দলের সাবেক এই ওপেনার আরও জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে বিভিন্ন সফরে গেলে একসাথে রুম ভাগাভাগি করতেন তারা।

ধোনির সঙ্গে নিজের স্মৃতি রোমন্থন করে গম্ভীর বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে আমরা একসঙ্গে রুম ভাগাভাগি করতাম। তখনকার এক ঘটনা মনে পড়ছে। একবার আমরা এক মাসেরও বেশি সময় ধরে রুমের মেঝেতে ঘুমিয়েছিলাম। আমাদের যে রুম দেওয়া হয়েছিল, সেটি খুব ছোট ছিল। প্রথম সপ্তাহে আমাদের ঘুমাতে খুব কষ্ট হচ্ছিল। আমরা তাই আলোচনা করি, রুমে কীভাবে আমরা আরও বেশি জায়গা পেতে পারি। তখন আমরা রুমের বিছানা সরিয়ে ফেলি আর ম্যাট্রেস ফ্লোরে বিছিয়ে ঘুমাতে শুরু করি। আমাদের জন্য কিন্তু এটি দারুণ এক মুহূর্ত।’

একসঙ্গে থাকলে নিজেদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয় জানিয়ে গম্ভীর আরও যোগ করেন, ‘ধোনি যখন জাতীয় দলে পা রেখেছিল, তখন আমরা একসাথে কিছু সফরে গিয়েছিলাম। আমার মনে আছে কেনিয়া, জিম্বাবুয়েতে ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলতে গিয়ে আমরা একসঙ্গে এক-দেড়মাসের মতো ছিলাম। আসলে দুইজন একসঙ্গে থাকলে একে অপরকে সবচেয়ে ভালো জানা যায়, ভালো বোঝাপড়া তৈরি হয়।’

ভারতের হয়ে তিনটি বৈশ্বিক শিরোপা জেতানো ধোনির নেতৃত্বে ১১৮ ম্যাচ খেলেছিলেন গম্ভীর। যেখানে ৯ শতকে করেছিলেন ৪৩৫৩ রান।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়