ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নিয়মিত কোচদের সঙ্গে মিটিং, সুফল পাচ্ছেন মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ১২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নিয়মিত কোচদের সঙ্গে মিটিং, সুফল পাচ্ছেন মুমিনুল

মুমিনুল হক ও কোচ রাসেল ডমিঙ্গো

করোনাভাইরাসের কারণে ১৭ মার্চের পর থেকে অনির্দিষ্টকালের জন‌্য স্থগিত হয়ে আছে দেশের ক্রিকেটের সকল কার্যক্রম। ক্রিকেটাররাও গৃহবন্দি। ঘরে বসেই চলছে তাদের ফিটনেস ট্রেনিং। বিসিবি এরই মধ‌্যে ৩৮‌ ক্রিকেটারদের বাসায় পাঠিয়েছে ফিটনেস ট্রেনিংয়ের উপকরণ। সেগুলো দিয়ে চলছে তাদের কাজ।

ব‌্যাট-বলের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক নেই ক্রিকেটারদের। তবে নিজেদের পুরোনো খেলার ভিডিও দেখে চলছে চুলচেরা বিশ্লেষণ। সেগুলো দেখে ভুল শুধরে নিচ্ছেন তারা। ক্রিকেটারদের সঙ্গে নিয়মিত মিটিং করছেন জাতীয় দলের কোচিং স্টাফরা। অনলাইন মিটিংয়ে জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের পাশাপাশি দলের আশে-পাশে থাকা ক্রিকেটাররাও যোগ দিচ্ছেন।

বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে চলে সেই মিটিং। কোচ রাসেল ডমিঙ্গোসহ অন‌্যান‌্যদের সঙ্গে মিটিং করে সুফল পাচ্ছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা প্রত্যেকেই যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চাই। ক্রিকেটার হিসেবে ট্রেনিং এবং খেলতে না পারা চরম বিরক্তিকর। এজন‌্য এ ধরণের মিটিং খুব গুরুত্বপূর্ণ। এতে মনোযোগ ধরে রাখা এবং ক্রিকেটের সংস্পর্শে থাকা যায়।’

মিটিংয়ের উপকারিতা তুলে ধরে মুমিনুল বলেছেন, ‘মিটিংয়ে মানসিক শক্তি এবং পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের সাম্প্রতিক টেস্ট পারফরম‌্যান্স বিশ্লেষণ করা হয়েছে এবং আমরা কী শিখতে পেরেছি সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।’

‘আমি মনে করি প্রত্যেকে এখন নিজেকে অনেক সময় দিতে পারছে এবং নিজের খেলা নিয়ে পরিষ্কার ধারণা পাচ্ছে। একই সাথে কী করতে হবে, কী করা উচিত হবে না সেগুলোও বুঝতে পারছে। সকল খেলোয়াড়, সিনিয়র থেকে শুরু করে দলে যারা নতুন আছে তারা প্রত্যেকে মিটিংয়ে অংশ নিচ্ছে এবং নিজেদের মনোভাব, পরিকল্পনা জানাচ্ছে। কোচ এবং আমরা যারা সতীর্থ সবাই তা শুনছি।’ – যোগ করেন মুমিনুল।

মুমিনুলের সঙ্গে সুর মিলিয়েছেন জাতীয় দলের স্পিন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব, ‘সেদিন মুশফিকুর রহিম ভাই খেলোয়াড়দের দায়িত্ব নিয়ে কথা বলছেন। সিনিয়র ক্রিকেটাররা আমাদের থেকে কী প্রত‌্যাশা করছেন এবং দলকে এগিয়ে নিতে আমরা কী চিন্তা করি সেগুলো নিয়ে কথা বলেছেন। পাশাপাশি ভিডিও অ‌্যানালাইস করায় আমরা খুব উপকার পাচ্ছি।’

আগস্টে ক্রিকেটারদের মাঠে ফেরানোর পরিকল্পনা করছে বিসিবি। সেজন‌্য ৩৮ সদস‌্যরে পুলও তৈরি করেছেন জাতীয় দলের দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।

 

 

ঢাকা/ইয়াসিন/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়