ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তিন মৌসুম পর রোনালদোর সামনে বড় সুযোগ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১১, ১৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
তিন মৌসুম পর রোনালদোর সামনে বড় সুযোগ

সিরি ‘এ’-তে উড়ছেন জুভেন্টাসের ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। নিজে গোল করছেন, সতীর্থকে দিয়ে গোল করাচ্ছেন। করোনা পরবর্তীকালে মাঠে নেমে রোনালদোর পারফরম্যান্স হয়েছে আরও ক্ষুরধার।

শেষ ছয় ম্যাচে রোনালদো সাত গোল করেছেন। চারটিই এসেছে পেনাল্টি শটে। সব মিলিয়ে এবারের মৌসুমে লিগে তার গোলসংখ্যা ২৮টি। দারুণ মৌসুম কাটানোয় রোনালদোর সুযোগ এসেছে ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতার। লিগে আরো ছয় ম্যাচ খেলার সুযোগ পাবেন রোনালদো। ছয় ম্যাচে সাত গোল পেলে-ই রোনালদো ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন।

সিআর সেভেন ছাড়িয়ে যাবেন রবার্ট লেভানদোভস্কিকে। এখন পর্যন্ত ইউরোপিয়ান গোল্ডেন বুট চারবার পেয়েছেন রোনালদো। শেষবার ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৮ গোল করে এ পুরস্কার জিতেছিলেন। শেষ তিন মৌসুমে রোনালদো ইউরোপের সেরা তিনেও জায়গা করতে পারেননি।

শেষ ম্যাচে আতালানতার বিপক্ষে জোড়া গোল করেন রোনালদো। এবার তার সামনে এগিয়ে যাওয়ার পালা। দেখার বিষয় জুভেন্টাসের ফরোয়ার্ড এবার তিন মৌসুম পর গোল্ডেন বুট জিততে পারেন কি না। আরেকটি চ্যালেঞ্জ নিয়েও রোনালদো এগিয়ে যেতে পারেন। লিগের তিন ক্লাবের হয়ে এই শিরোপা জিততে পারেননি কোনো ফুটবলার। রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পেয়েছেন গোল্ডেন বুট। রিয়ালের জার্সিতেও জিতেছেন এ পুরস্কার। এবার জুভেন্টাসের জার্সিতে বড় কীর্তি গড়ার পালা।

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়