ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রুটের নির্ঘুম রাতের কারণ খুঁজে পেলেন স্টোকস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ১৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রুটের নির্ঘুম রাতের কারণ খুঁজে পেলেন স্টোকস

ক্রিকেটের সবচেয়ে প্রাচীন ফরম্যাট টেস্ট মানেই রোমাঞ্চ, উত্তেজনা। করোনা সঙ্কট কাটিয়ে ফেরা ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেও তার ব্যতিক্রম ঘটেনি। চার দিনের তুমুল লড়াই শেষে ম্যাচের ফলাফল দেখে পঞ্চম দিনের শেষ সেশন। চতুর্থ দিন পর্যন্ত দুই দলের সামনেই ছিল শঙ্কা-আর সম্ভাবনা।

এমন অবস্থায় দাঁড়িয়ে অধিনায়কের ঘুম হারাম হওয়াই স্বাভাবিক। সাউদাম্পটন টেস্টের শেষদিন মাঠে নামার আগে ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক বেন স্টোকস সেই নির্ঘুম রাতেরই সাক্ষী হয়েছেন। আর ম্যাচ শেষে জানিয়েছেন, এখন তিনি বুঝতে পারছেন নিয়মিত অধিনায়ক জো রুটকে এমন কত নির্ঘুম রাত কাটাতে হয়!

পিতৃত্ব উপভোগ করতে প্রথম টেস্ট থেকে বিরতিতে ছিলেন রুট। তার জায়গায় দলের নেতৃত্বভার সামলিয়েছেন স্টোকস। যদিও হারে শুরু হয় স্টোকসের অধিনায়কত্বের পথচলা। তবে দারুণ এক উপভোগ্য ম্যাচ ছিল এটি। ম্যাচ শেষে স্টোকস গুরু এই দায়িত্ব নিয়ে বলেন, ‘বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন রুট। সে না থাকা মানে আমাদের জন্য অনেক বড় শূন্যতা। পরের সপ্তাহে আমাকে কোনো সিদ্ধান্ত নিতে হবে না। শুভকামনা রুট।’

এরপরই নির্ঘুম রাতের প্রসঙ্গ টেনে স্টোকস যোগ করেন, ‘গত রাতটি ছিল একমাত্র রাত, যখন আমি ঘুমাতেই পারছিলাম না। অনেক ভাবনা মাথায় ঘুরছিল; ম্যাচটি কীভাবে শেষ হবে, কী হতে যাচ্ছে। আমি বুঝতে পারছি, কেন জো রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। প্রতি ম্যাচেই তো তাকে এসবের মধ্য দিয়ে যেতে হয়।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়