ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘ভারত ম্যাচ থেকে অনুপ্রেরণা খুঁজছে বাংলাদেশ’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০১, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘ভারত ম্যাচ থেকে অনুপ্রেরণা খুঁজছে বাংলাদেশ’

২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ দিয়ে অক্টোবরে মাঠে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আফগানিস্তানের বিপক্ষে খেলা সেই ম্যাচটি হবে সিলেটে। ঘরের মাঠে আরও দুটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। যেখানে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ ভারত এবং ওমান। এই তিনটি ম্যাচ নিয়ে বড় আশা করছেন জাতীয় দলের সেন্টার ব্যাক তপু বর্মণ।

জাতীয় দলের এই ডিফেন্ডারকে অনুপ্রেরণা জোগাচ্ছে বিশ্বকাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ। কলকাতার সল্টলেকে গত বছরের ১৫ অক্টোবর খেলা সে ম্যাচে বাংলাদেশ শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়। সে ম্যাচে দলের যে পারফরম্যান্স ছিল, সেখান থেকে ইতিবাচকতা খুঁজে নিয়ে বাছাইপর্বের বাকি চার ম্যাচের জন্য প্রস্তুত হতে চাইছে তপু, জামালরা।

জাতীয় দলের সেন্টার ব্যাক তপু বলেন, ‘গত বছর ভারতের বিপক্ষে হোম ম্যাচে আমরা জয়ের খুব কাছাকাছি গিয়েও দুর্ভাগ্যবশত ড্র করেছিলাম। সেখানে তাদের বিপক্ষে ভালো খেলাটা আমাদের এখনকার পথচলায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

করোনা সঙ্কট কাটিয়ে বাংলাদেশের বাছাইপর্বের ক্যাম্পেইন শুরু হবে ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। সে ম্যাচে ইতিবাচক ফলাফল আশা করছেন জানিয়ে এই ডিফেন্ডার আরও যোগ করেন, ‘৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে আমরা প্রথম হোম ম্যাচ খেলবো। করোনার জন্য তিন মাসেরও বেশি সময় ধরে প্রশিক্ষণের বাইরে আছি। তবে আশা করছি আগস্ট মাসে আমাদের ক্যাম্প শুরু হবে। আমরা নিজেদের তৈরি করতে যথেষ্ট সময় পাবো। ঘরের মাঠে খেলা বলে আমরা অতিরিক্ত সুবিধা পাবো। আমি ইতিবাচক ফলাফলই আশা করছি।’

আফগানিস্তান ম্যাচ শেষ করে পাঁচদিন পর কাতারে খেলতে সে দেশে পাড়ি জমাবে জামাল ভূঁইয়ারা। এরপর এক মাসের বিরতি পাবে জাতীয় দল। বাছাইপর্বের পরের ম্যাচ খেলতে ১২ নভেম্বর ঘরের মাঠে ভারতের বিপক্ষে নামবে দল। সে ম্যাচেও নিজেরা এগিয়ে থাকবেন জানিয়ে তপু আরও বলেন, ‘ভারতের সম্পর্কে আমরা জানি। আমাদের সঙ্গে ওদের কোনো পার্থক্য খুঁজে পাইনি। উভয়ই সমান অবস্থানে রয়েছি। তবে হোম ম্যাচের কারণে আমরা অতিরিক্ত সুবিধা পাচ্ছি।’

বাছাইপর্বের ই গ্রুপে প্রথম চার ম্যাচ শেষে ১ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে বাংলাদেশ। প্রথম চার ম্যাচের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বড় ব্যবধানে হেরেছে ওমানের বিপক্ষে। সেই ম্যাচে ৪-১ গোলে হেরে যায় জামাল, জীবনরা। তবে ১৭ নভেম্বর ঘরের মাঠে ফিরতি ম্যাচে ভালো কিছুর আশা করছেন তপু বর্মণ। তবে সেক্ষেত্রে দলগত পারফরম্যান্স প্রয়োজন জানিয়ে এই ডিফেন্ডার বলেন, ‘ওমানের বিপক্ষে আমরা ৪-১ গোলে হেরেছিলাম। বাছাইপর্বে সেটি ছিল আমাদের সব থেকে কঠিন ম্যাচ। তবে সেবার আমরা বাইরে খেলেছি। এবার ওরা এখানে খেলতে আসছে। আমরা সবাই এই ম্যাচে নিজেদের সেরাটা দিলে আর দলগত ভাবে ভালো খেলতে পারলে ফলাফল আমাদের পক্ষেও আসতে পারে।’

কাগজে-কলমে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে অনেকটাই ছিটকে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে গৌরবময় অনিশ্চয়তার খেলা ফুটবলে যে কোনো কিছুই হতে পারে। আর তাই নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে তপু বর্মণের আশাবাদের মতো করেই ঘরের মাঠের ম্যাচ গুলোর ফলাফল নিজেদের করে নিতে হবে জামাল ভূঁইয়াদের।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়