ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মরগ্যানের নতুন চ্যালেঞ্জ দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মরগ্যানের নতুন চ্যালেঞ্জ দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ

ঘরের মাঠে ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। বিশ্বকাপের এগার আসর পর প্রথমবারের মতো ক্রিকেটের জনকের ঘরে যায় ওয়ানডে বিশ্বকাপের ট্রফি।

২০২০ এবং ২০২১ সালে আছে দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমটি অস্ট্রেলিয়ায়, পরেরটি ভারতে। ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত পরিসরের দুইটি টুর্নামেন্টই জিততে চায় ইংল্যান্ড। বিশ্বকাপজয়ী অধিনায়ক এউয়ন মরগ্যান মনে করেন, পরপর দুই বছর দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারলে ওয়ানডে বিশ্বকাপ থেকেও বড় অর্জন হবে।

তার মতে, দেশের বাইরে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব আলাদা। ইংল্যান্ডের সীমিত পরিসরের অধিনায়কের চোখ এখন সেদিকেই। গত বছর আজকের দিন ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। লর্ডসের ব্যালকনিতে শিরোপা উৎসবের স্মৃতি রোমন্থনের দিনে নিজের নতুন চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন মরগ্যান।

ইএসপিএন ক্রিকইনফোকে মরগ্যান বলেছেন, ‘এমন কোনো দল এখন নেই যারা ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ পরপর জিততে পেরেছে। এটা দারুণ চ্যালেঞ্জিং হবে। তবে বাস্তব সম্ভাবনা চিন্তা করলে, দুইটি বিশ্বকাপের যেকোনো একটি জিততে পারলেই অভাবনীয় সাফল্য হবে।’

‘তবে দুইটি টি-টোয়েন্টি শিরোপা জয় নিশ্চিতভাবেই ওয়ানডে বিশ্বকাপের থেকে বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে। এর পেছনে বড় কারণ দুইটি বিশ্বকাপই হবে ঘরের বাইরে। বলার অপেক্ষা রাখে না অস্ট্রেলিয়া তাদের মাটিতে সেরা। আবার ভারত তাদের মাটিতে। এজন্য ৫০ ওভারের টুর্নামেন্ট থেকে দুইটি টি-টোয়েন্টি শিরোপা উপরে থাকবে।’ – যোগ করেন মরগ্যান।


ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়