ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আগামী সপ্তাহ থেকে ঐচ্ছিক ট্রেনিং মিরপুরে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আগামী সপ্তাহ থেকে ঐচ্ছিক ট্রেনিং মিরপুরে

করোনা সঙ্কট কাটিয়ে প্রায় চার মাস পর ক্রিকেটারদের জন্য উন্মুক্ত হচ্ছে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম। আগামী সপ্তাহ থেকে বিসিবির পুলভুক্ত ক্রিকেটাররা এখানে ফিটনেস ট্রেনিংয়ে নামতে পারবেন।

এজন্য আগ্রহীদের তালিকা তৈরি করছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। তবে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ড জাতীয় দলের ক্রিকেটারদের মাঠে নামাবে আগস্টে। এর আগে ক্রিকেটাররা স্বেচ্ছায় মিরপুরের সবুজ গালিচা ও জিমনেশিয়ামে ট্রেনিংয়ের সুযোগ পাবেন। এজন্য সকল ব্যবস্থা গ্রহণ করছে বোর্ডের মেডিকেল বিভাগ।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ক্রিকেটারদের ঐচ্ছিক ট্রেনিং শুরু করার জন্য আবেদন চলছে। আগামী সপ্তাহে তারা মিরপুরের জিমনেশিয়াম, একাডেমি মাঠ ও শের-ই-বাংলা মাঠ ব্যবহার করতে পারবেন। স্বাস্থ্যবিধিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অনুশীলন ব্যবস্থাপনার খুঁটিনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’

আগামী শুক্রবার পর্যন্ত আগ্রহীদের তালিকা গ্রহণ করবে বিসিবি। এরপর সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ শেষে তাদের মাঠে নামাবে ক্রিকেট বোর্ড। দেবাশীষ চৌধুরী আরও বলেন, ‘সীমিত পরিসরে ক্রিকেটারদের ট্রেনিং শুরু হবে। শুধুমাত্র ফিটনেস ট্রেনিং করার অনুমতি পাচ্ছেন তারা। সবাই যে এখানে এসে অনুশীলন করবে তা নয়। যারা বাসায় অনুশীলন করতে স্বস্তিবোধ করছে না, যাদের সেই সুযোগ নেই তারাই এখানে আসবে শুধু।’ 


ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়