ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আজই কি তবে নিশ্চিত হবে রিয়ালের ৩৪তম শিরোপা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৬, ১৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আজই কি তবে নিশ্চিত হবে রিয়ালের ৩৪তম শিরোপা

ঠিক এক মাস আগের এই দিনে রিয়াল মাদ্রিদ কি ভেবেছিলো, এক ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করতে মাঠে নামবে তারা? সম্ভবত না। অথচ সেই রিয়াল মাদ্রিদ আজ ভিয়ারিয়ালের বিপক্ষে জিতলেই শিরোপা উৎসবে মাতবে। লা লিগার ইতিহাসে রেকর্ড ৩৪তম শিরোপার উদযাপনে।

শিরোপা নিশ্চিত করতে ২ পয়েন্ট হলেই চলে সার্জিও রামোসদের। আজ ড্র করলেও শেষ ম্যাচে ড্র বা জয়ে রাঙিয়ে শিরোপা নিজেদের করে নেওয়ার সুযোগ থাকবে রিয়ালের সামনে। কিন্তু লস ব্লাঙ্কোসদের কোচ জিনেদিন জিদান আরেক ম্যাচের অপেক্ষা করতে চাইছে না। আজই জয় দিয়ে শিরোপা নিশ্চিত করতে চান ফরাসি এই কোচ। আর এর আগে নিজেদের চ্যাম্পিয়ন ভাবতেও নারাজ জিদান, এমনটাই জানালেন তিনি।

ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জিদানের কাছে জানতে চাওয়া হয়, বৃহস্পতিবারের ম্যাচ নিয়ে কি ভাবছেন তিনি। জিদানের সরাসরি উত্তর, ‘জয় ছাড়া কিছুই ভাবছি না আমি।’ এরপরই জিদানকে মনে করিয়ে দেওয়া হয়, ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে পয়েন্ট খোয়ালেও সুযোগ থাকছে তাদের সামনে। সেক্ষেত্রে টানা দুই ড্রয়ে শিরোপা জেতার কথা ভাবছেন কী তিনি?

জিদান জানালেন, এটি সম্পূর্ণ তার ইচ্ছার বাইরে। তবে করোনা সঙ্কটের পর টানা ৯ জয় পাওয়া রিয়াল ধারাবাহিকতা ভাঙতে চাইছে না জানিয়ে এই কোচ আরও যোগ করেন, ‘আসলে দুই ড্রয়ে শিরোপা নিশ্চিত করার বিষয়টি আমার হাতে নেই। আমরা যেমন সবসময়ের মতো জিততে মাঠে নামবো, ভিয়ারিয়ালের ক্ষেত্রেও তাই। তবে আমরা ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমার মনে হয় রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক সময়ে খেলা সবচেয়ে কঠিন ম্যাচ হতে যাচ্ছে ভিয়ারিয়ালের বিপক্ষে।’

এদিকে শিরোপা নিশ্চিত হওয়ার আগে নিজেদের চ্যাম্পিয়ন ভাবতে রাজি নয় রিয়াল জানিয়ে জিদান আরও যোগ করেন, ‘আমি মনে করি না, আমরা এখনো চ্যাম্পিয়ন হতে পেরেছি। শেষ পর্যন্ত কী হয়, সে উত্তর কেউ জানে না।’

চ্যাম্পিয়নস লিগে রিয়ালকে হ্যাটট্রিক শিরোপা জেতানো জিদান লা লিগায় তেমন সফল ছিলেন না। চলতি মৌসুমের শুরুটাও বাজে ছিল। তবে রিয়ালকে বদলে দেওয়ার শুরু ছিল প্রাক-মৌসুমে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ৭-৩ গোলের পরাজয়। এরপর মৌসুম শুরুর পর চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে পরাজয়ের পর থেকে নিজেদের ফিরে পেতে থাকে জিদানের শিষ্যরা। তবে সত্যিকারের শিরোপা জয়ের মনোভাব আসে করোনা সঙ্কট কাটিয়ে মাঠে ফেরার পর। বার্সেলোনার ৩ ড্র এবং নিজেদের টানা ৯ জয়ে শিরোপার দ্বারপ্রান্তে রিয়াল।

লা লিগার শিরোপাটাও তাই অপেক্ষা করছে ভালদেবেবাসে। আজ জিতলেই সান্তিয়াগো বার্নাব্যুকে ছুটি দেওয়া রিয়ালের শিরোপা উঁচিয়ে ধরা হবে ট্রেনিং গ্রাউন্ড আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামেই।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়