ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

১৫তম কোচ হাথুরুসিংহে

ইএইচ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৬, ১০ জুন ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৫তম কোচ হাথুরুসিংহে

বাংলাদেশের নতুন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে

ক্রীড়া ডেস্ক : সোমবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশের নতুন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। আজ (মঙ্গলবার) মিরপুর স্টেডিয়ামে হাজির হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের দায়িত্ব ছেড়ে টাইগারদের দায়িত্ব নিচ্ছেন শ্রীলংকার সাবেক এই ক্রিকেটার।

বাংলাদেশ জাতীয় দলের ১৫তম কোচ হিসেবে দায়িত্ব পেলেন হাথুরুসিংহে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে তার।

এক এক করে স্বল্প ও দীর্ঘমেয়াদে ১৪ জন বিদেশি কোচ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।

বব জোনস থেকে শুরু। এরপর জন জেমসন, মোহাম্মদ ফারুক, মুদাসসর নজর, মাহিন্দর অমরনাথ, গর্ডন গ্রিনিজ, এডি বারলো, ট্রেভর চ্যাপেল, মহসিন কামাল, ডেভ হোয়াটমোর, জেমি সিডন্স, স্টুয়ার্ট ল, রিচার্ড পাইবাস, শেন জার্গেনশন বাংলাদেশের কোচের ভূমিকায় ছিলেন।

শেন জার্গেনশনের মাধ্যমে সর্বশেষ ১৪তম কোচের অধ্যায় শেষ হয়েছে।

১ জুলাই দায়িত্ব নেওয়ার কথা ছিল হাথুরুসিংহের। এক সপ্তাহ পর টাইগারদের হোম সিরিজ। বিসিবি অনুরোধ করেছিল হোম সিরিজের আগেই মুশফিকদের নিয়ে কাজ শুরু করুক হাথুরুসিংহে।

বিসিবির অনুরোধে সোমবার রাতে ঢাকায় পৌঁছান তিনি। শ্রীলংকার সাবেক অলরাউন্ডার হাথুরুসিংহে ২৬টি টেস্ট ও ৩৫টি ওয়ানডে খেলেছেন। এ ছাড়া ৩ বছরের জন্য শ্রীলংকা ‘এ’ দলেরও কোচ ছিলেন তিনি।

২০০৯ সালে ট্রেভর বেলিসের অধীনে শ্রীলংকার জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেন হাথুরুসিংহে।

 

রাইজিংবিডি/ঢাকা/১০ জুন ২০১৪/ইএইচ/নেছার/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়