ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ভ্যালেন্সিয়ার জোড়া গোলে হন্ডুরাসের স্বপ্নভঙ্গ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১৭, ২১ জুন ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভ্যালেন্সিয়ার জোড়া গোলে হন্ডুরাসের স্বপ্নভঙ্গ

গোলের পর ভ্যালেন্সিয়ার উল্লাস

ক্রীড়া ডেস্ক: গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো হন্ডুরাসের। ইকুয়েডরের বিপক্ষে ২-১ গোলে হেরে ফুটবলের সবচেয়ে বড় আসর থেকে ছিটকে গেল তারা।

নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ৩-০ গোলের পরাজয়ের স্বাদ নিয়েছিল হন্ডুরাস। এদিকে এ জয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো ইকুয়েডর। দুই ম্যাচে এটি তাদের প্রথম জয়।

বাংলাদেশ সময় শনিবার ভোর চারটায় কুরিতিবার অ্যারেনা দে বাইক্সাদা স্টেডিয়ামে মুখোমুখি হয় ইকুয়েডর ও হন্ডুরাস।

তবে ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচ চলতে থাকে।

৩১ মিনিটে গোলের দেখা পায় হন্ডুরাস। ১৯৮২ সালের পর বিশ্বকাপে এটি তাদের প্রথম গোল। গোলটি করেন কার্লোস কোস্টলি।

৩৪ মিনিটে খেলায় সমতা আনেন ইকুয়েডরের ম্যাচের নায়ক ইনার ভ্যালেন্সিয়া। পেরাডেসের দূর পাল্লার ক্রস থেকে হেড দিয়ে হন্ডুরাসের জালে বল পাঠান ভ্যালেন্সিয়া।

তবে ১৮ মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন ভ্যালেন্সিয়া। গোলপোস্টে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি।

১-১ গোলের সমতায় প্রথমার্ধের লড়াই শেষ হয়।

এরপর দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে ইকুয়েডরের দর্শকদের দ্বিতীয় গোলের স্বাদ দেন ভ্যালেন্সিয়া। ওয়াল্টার অ্যায়োবির পাস থেকে পাওয়া বল দুর্দান্ত হেডে হন্ডুরাসের জালে জড়ান ম্যাচ সেরা ভ্যালেন্সিয়া।

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে জয় পেতে হবে ইকুয়েডরকে।

রাইজিংবিডি/ঢাকা/২১জুন২০১৪/ইএইচ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়