ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মাশরাফির চাওয়াতে ক্যানবেরায় ছিলেন পাপন

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাশরাফির চাওয়াতে ক্যানবেরায় ছিলেন পাপন

ম্যাচ জয়ের পর নাজমুল হাসান পাপনের সঙ্গে মাশরাফি বিন মর্তুজা

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসরে বাংলাদেশের শুরুটা হয়েছে দূর্দান্ত।
আফগানিস্তানকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পঞ্চম বিশ্বকাপে যাত্রা শুরু করে মাশরাফির দল।

 

নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দলকে যথেস্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে। আর সেই আত্মবিশ্বাসের জোরেই কাবুলিওয়ালাদের হারিয়েছে বাংলাদেশ।

 

যদিও বিশ্বকাপের আগে বাংলাদেশের অবস্থা ছিল নড়বড়ে। চারটি প্রস্তুতি ম্যাচে অংশ নিয়ে টাইগাররা একটি ম্যাচেও জয় পায়নি।

 

বিধ্বস্ত বিশ্বকাপ ক্যাম্পে আলোর রশ্মি নিয়ে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মাশরাফির কথায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে ক্যানবেরায় পৌঁছান বিসিবি সভাপতি।

 

সেখানে সাংবাদিকদের নাজমুল হাসান পাপন বলেন, ‘আমার ইচ্ছে ছিল ব্রিসবেনে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ দেখবো। কিন্তু মাশরাফি আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের আগে ক্যানবেরায় আসার অনুরোধ করেন।

 

প্রস্তুতি ম্যাচে হেরে যাওয়ায় খেলোয়াড়রা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। এ কারণে আমি ক্যানবেরায় চলে আসি। ক্রিকেটারদের উৎসাহিত করা আমার দায়িত্ব। উৎসাহিত করার পাশাপাশি মানসিকভাবে সাহায্য করতে হয়েছে।’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৫/ইয়াসিন/নওশের

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়